‘বঙ্কিম দা’-র পর নেতাজি হলেন ‘প্যালেস’! ফের বঙ্গ মণীষীদের অপমান BJP-র, গর্জে উঠল তৃণমূল

December 13, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৩০: বাংলার মনিষীদের অপমান যেন অভ্যাসে পরিণত করে নিয়েছে গেরুয়া শিবির। বারবার বিজেপির (BJP) বিরুদ্ধে বাংলার মণীষীদের অপমানের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার ফের সেই একই ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করল রাজ্যের শাসক দল। আজ X হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তৃণমূল অভিযোগ করেছে যে, তথাকথিত জাতীয়তাবাদের ধ্বজাধারী বিজেপি নেতারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নামটুকুও সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না।

তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে করা পোস্টে আজ দিল্লির বিজেপি (BJP) নেত্রী রেখা গুপ্তর (Rekha Gupta) একটি মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। অভিযোগ, ওই নেত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) ‘নেতাজি সুভাষ প্যালেস’ বলে সম্বোধন করেছেন। এই ঘটনার উল্লেখ করে তৃণমূলের তরফে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়েছে, “প্রিয় বিজেপি, যারা নিজেদের জাতীয়তাবাদের অভিভাবক বলে দাবি করেন, দয়া করে আপনাদের নেতাদের একটু ইতিহাসের পাঠ দিন।”

তৃণমূলের এই আক্রমণের ঝাঁঝ এখানেই থামেনি। ওই টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাম্প্রতিক একটি মন্তব্যের প্রসঙ্গও টেনে আনা হয়েছে। কয়েক দিন আগেই সংসদের ভিতরে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay) প্রধানমন্ত্রী ‘বঙ্কিম দা’ বলে সম্বোধন করেছিলেন। সেই ঘটনার উল্লেখ করে তৃণমূলের দাবি, দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি বাংলার এক কিংবদন্তি সাহিত্যিককে লঘু করে দেখিয়েছেন।

শাসক দলের অভিযোগ, বিজেপি নেতাদের এই ভুলগুলো নেহাতই কাকতালীয় বা অজ্ঞতা নয়, বরং এটি বাংলার আইকনদের প্রতি তাদের ধারাবাহিক অশ্রদ্ধার নিদর্শন। তৃণমূলের টুইটে সাফ লেখা হয়েছে, “বিজেপি নেতারা বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নামটাও ঠিকমতো বলতে পারেন না, অথচ তারাই জাতীয়তাবাদের স্বঘোষিত রক্ষাকর্তা সাজেন। নেতাজি থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর-একে একে প্রত্যেকের ক্ষেত্রেই এই অপমানের ধারা অব্যাহত রেখেছে বিজেপি।”

‘বঙ্কিম দা’ বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিজেপি নেত্রীর মুখে নেতাজির নাম বিকৃতির এই অভিযোগ রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen