যুবভারতীতে মেসি-বরণে তুমুল বিশৃঙ্খলা-তাণ্ডব, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

December 13, 2025 | 2 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩০: বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসিকে একঝলক দেখার স্বপ্ন পরিনত হল দুঃস্বপ্নে। আর সেই ক্ষোভ থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে বিধাননগর সাউথ থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত (Suo Moto) মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার করা হয় শতদ্রু দত্তকে। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর ও হেনস্থা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, মোট ১০টি ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে। এফআইআর-এ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯২, ৩২৪ (৪) (৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (১) (২), ৪৫ এবং ৪৬ নম্বর ধারার উল্লেখ রয়েছে।

ঘটনার সূত্রপাত মেসির অনুষ্ঠান ঘিরে চরম অব্যবস্থা ও ভিআইপি কালচারকে কেন্দ্র করে। অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে ঢুকলেও সাধারণ দর্শকরা মেসিকে দেখার সুযোগ পাননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার ভক্ত।

মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে জলের বোতল ছোড়া শুরু হয়, ভাঙচুর করা হয় ক্যানোপি, এমনকি ভিআইপি জোনের সোফাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। দর্শকদের অভিযোগ, গোটা অনুষ্ঠানজুড়েই ছিল চূড়ান্ত পরিকল্পনার অভাব।

এই বিশৃঙ্খলার জেরে শেষ মুহূর্তে যুবভারতীতে যাওয়া বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লেখেন, “‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত। এই ঘটনায় বিশদ অনুসন্ধান করবে কমিটি। যাঁরা দায়ী, তাদের চিহ্নিত করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে।”

ইতিমধ্যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যসচিবও সদস্য হিসেবে আছেন। চলছে তদন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen