LIVE খারিজ জামিনের আর্জি, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: লিওনেল মেসির বহুপ্রতিক্ষিত কলকাতা সফর ঘিরে চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবার আর্জেন্তাইন মহাতারকার অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়াম চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। ব্যাপক ভাঙচুর এবং অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল বিধাননগর কমিশনারেট। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে এবং মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে। আজ, রবিবার ধৃত শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। আজ সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হন মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। দু’জনেই ঘটনাস্থল ঘুরে পরিস্থিতি সরাসরি খতিয়ে দেখলেন।

শনিবার মেসির সফরকে কেন্দ্র করে কলকাতা তথা সারা দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। যুবভারতী এবং নেতাজি ইন্ডোরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু যুবভারতীতে মেসি প্রবেশের কিছুক্ষণ পরেই পরিস্থিতির অবনতি ঘটে। দর্শকদের অভিযোগ, মাঠে প্রবেশের পর প্রায় ১০০ জন ভিআইপি মেসিকে এমনভাবে ঘিরে রেখেছিলেন যে, গ্যালারি থেকে সাধারণ দর্শকরা তাঁকে দেখতেই পাননি। প্রায় ২০ মিনিট এই অবস্থা চলার পর ক্ষোভে ফেটে পড়েন গ্যালারিতে থাকা মানুষজন। শুরু হয় জলের বোতল ছোঁড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত মাঠ ছাড়েন মেসি এবং অন্যান্য অতিথিরা। এরপরই স্টেডিয়াম জুড়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। ঘটনার পরই কলকাতা বিমানবন্দর থেকে এই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, বিধাননগর উত্তর থানায় পুলিশ নিজেই বাদী হয়ে (স্বতঃপ্রণোদিত) মামলা রুজু করেছে। ধৃতের বিরুদ্ধে এবং অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কঠোর ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫ এবং ৪৬ নম্বর ধারা। মূলত অশান্তি পাকানো, ভাঙচুর, হিংসা ছড়ানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ ধৃত শতদ্রু দত্তকে আদালতে পেশ করা হলে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের। বিশ্বজয়ী তারকার সফরের এই বিশৃঙ্খল পরিণতিতে আয়োজকদের অব্যবস্থা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

LIVE UPDATE:

১২:৪৩ যুবভারতীতে বিশৃঙ্খলার পরের দিন মাঠ পরিদর্শনে এলেন রাজ্যপাল

১২:৪২ বিধাননগর মহকুমা আদালতে হাজির করানো হল শতদ্রু দত্তকে।

১২:০০ যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে বিধাননগর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

১১:৪৫ আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১১:৪৩ রবিবার সকালেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছন মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। দু’জনেই ঘটনাস্থল ঘুরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen