বক্স অফিসে অব্যাহত ‘ধুরন্ধর’ ঝড়, দ্বিতীয় শনিবারেও ৫০ কোটি পার করল রণবীরের ছবি!

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২১: মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো সুনামি এনেছে রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও ছবির জয়রথ থামার কোনো লক্ষণ নেই, বরং ব্যবসার গ্রাফ ক্রমশ উপরের দিকেই উঠছে। দ্বিতীয় শনিবারে রেকর্ড পরিমাণ ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে এই মাল্টি-স্টারার ছবিটি।

পরিসংখ্যান বলছে, মুক্তির মাত্র আট দিনের মাথাতেই ছবিটি প্রায় ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে। অষ্টম দিনে ছবির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৯২.৭৫ কোটি টাকা। অবাক করা বিষয় হলো, ছবিটির ব্যবসার গতি প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বৃদ্ধি পেয়েছে। মুক্তির দিনে যেখানে ‘ধুরন্ধর’ (Dhurandhar) আয় করেছিল ২৪.৫ কোটি টাকা, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় সপ্তাহের শনিবারে ছবিটি আয় করেছে প্রায় ৫০ কোটি টাকা! বলাই বাহুল্য, ছুটির দিনে দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে।

বিশিষ্ট সিনে বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, ছবির আকাশছোঁয়া চাহিদার কথা মাথায় রেখে মুম্বইয়ের সিনেমা হলগুলিতে শো-এর সংখ্যা নাটকীয়ভাবে বাড়ানো হয়েছে। সকাল, সন্ধ্যা এবং রাতের শো তো বটেই, দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে মধ্যরাতে অর্থাৎ ১২.৪৫-এর বিশেষ শো-ও চালু করা হয়েছে। মুম্বইয়ের পাশাপাশি পুণেতেও একাধিক নতুন শো যোগ করা হয়েছে। প্রায় প্রতিটি শো-ই চলছে হাউসফুল।

ছবির এই বিশাল সাফল্যের মূল কান্ডারি অবশ্য অভিনেতরাই। সিনেপ্রেমীদের মতে, ‘পদ্মাবত’-এর আলাউদ্দিন খিলজির পর রণবীরকে ফের এমন বিধ্বংসী ও অনবদ্য ফর্মে দেখা গেল। অন্যদিকে, রহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খান্না সমান্তরালে পাল্লা দিয়ে অভিনয় করেছেন, যা ছবির গল্পকে যোগ্য সারথির মতো এগিয়ে নিয়ে গেছে। স্বল্প স্ক্রিন টাইমেও আইএসআই মেজর ইকবালের চরিত্রে অর্জুন রামপাল ছিলেন এক কথায় ‘রোমহর্ষক’। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়ায় তৈরি চরিত্রে আর. মাধবনের অভিনয় এবং সঞ্জয় দত্তের উপস্থিতি ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

ট্রেলার ও টিজার যে প্রত্যাশা জাগিয়েছিল, মূল ছবি তা পূর্ণ করেছে কানায় কানায়। তারকাবহুল এই ছবির ‘ওপেনিং’ দুর্দান্ত হলেও, বর্তমান ট্রেন্ড বলছে ‘ধুরন্ধর’ বক্স অফিসে লম্বা রেসের ঘোড়া হতে চলেছে এবং আরও বেশ কিছু রেকর্ড ভাঙার অপেক্ষায় রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen