U19 Asia Cup: বৈভবদের পাকবধ, সেমিতে ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০৫: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে হেলায় হারিয়ে দিল ভারত। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ৯০ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল বৈভবরা।
বৃষ্টিপাতের জেরে সংক্ষিপ্ত করে ফেলা হয় ম্যাচ। ৪০ ওভারে ম্যাচ করানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। টস হেরে ব্যাট নামে ভারত। ২৪০ রানের টার্গেট দেয় পাকিস্তানকে। ৪১.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
কণিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রনের দুরন্ত বোলিংয়ে দাপটের সঙ্গে ম্যাচ জেতে ভারত।
অধিনায়ক আয়ুষ মাত্রে ৩৮ রান করেন। বৈভব ৬ বলে ৫ রান করে মহম্মদ সায়ামের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অ্যারন জর্জ ৮৮ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। কণিষ্ক চৌহান করেন ৪৬। রান তাড়া করতে নেমে প্রথম থেকে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দীপেশ দেবেন্দ্রন ও কণিষ্ক চৌহান তিনটি করে উইকেট নেন। কিষাণ সিং, খিলান প্যাটেল, বৈভব সূর্যবংশী ১টি করে উইকেট নেন। পাকিস্তানের হুজাইফা আহসান ৭০ রান করেন। তিনি ছাড়া কোনও পাক ব্যাটারই আজ ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি।