ফের মা উড়ালপুলে দুর্ঘটনা! বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, আহত এক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫২: ফের মা উড়ালপুলে (Maa Flyover) দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে। মা উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে একটি গাড়ি উল্টো দিকের লেনে চলে আসে। অন্য একটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। পরে সেই গাড়িতে ধাক্কা খায় একটি বাইক। সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী। আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দুর্ঘটনা পর ওই গাড়ির চালক পলাতক বলেই জানা গিয়েছে। অভিযুক্ত গাড়ির চালক দুর্ঘটনার পরেই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন। দুর্ঘটনার পর বাইক আরোহী রাস্তায় প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে। তারপর বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, মা উড়ালপুলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত কয়েকমাসে দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে। প্রসঙ্গত, গাড়ি চলাচলের সময়ে গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যাধিক গতিতে ছুটে আসছিল। দুর্ঘটনার জেরে ঘাতক গাড়িটির বেশ কিছু অংশ দুমড়ে গিয়েছে।