মুসলমান অধ্যুষিত এলাকায় নয়, মতুয়াগড়ে আনম্যাপড ভোটার সর্বাধিক! SIR-র তাস BJP-র জন্য বুমেরাং হবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫২: SIR-র খসড়া তালিকা প্রকাশ পাবে আজ। বিজেপি নেতারা বার বার দাবি করেছেন, SIR-র জেরে নাকি বহু সংখ্যালঘু মুসলমান ভোটারের নাম বাদ যেতে চলেছে। এহেন দাবি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল। পাশাপাশি মোদী সরকারের সঙ্গে কমিশনের আঁতাতের অভিযোগও উঠেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই সমানে এল গুরুত্বপূর্ণ তথ্য। কমিশন সূত্রে খবর, মুসলমান অধ্যুষিত সংখ্যালঘু এলাকা নয়, মতুয়াগড়ে সবচেয়ে আনম্যাপড ভোটার। এতেই মনে করা হচ্ছে, বিজেপির জন্য বুমেরাং হতে চলেছে SIR-র তাস।
মঙ্গলবার দুপুরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-র ওয়েবসাইটে প্রকাশ করা হবে তালিকা। জেলাশাসকের কার্যালয়ে সেই তালিকা টাঙানোও থাকবে। রাজনৈতিক দলগুলিকেও তালিকা দেওয়া হবে। খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়ছে। তাদের নামের তালিকাও পৃথকভাবে ছাপিয়ে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। তারপর শুনানি পর্ব চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কমিশন সূত্রে পাওয়া নতুন তথ্য অনুযায়ী, আনম্যাপড ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলিতে। এগুলির অধিকাংশেই বিজেপি জিতেছিল। মতুয়াদের মধ্যেই আনম্যাপড ভোটারের সংখ্যা বেশি। জানা যাচ্ছে, সবথেকে বেশি আনম্যাপড ভোটার আছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের আসন উত্তর ২৪ পরগনার গাইঘাটায়, ১৪.৫ শতাংশ।
উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে হাবড়ায় ১৩.৬ শতাংশ, বাগদায় ১২.৭ শতাংশ, কল্যাণীতে ১১.৯ শতাংশ, অশোকনগরে ১১.৮ শতাংশ, বনগাঁ উত্তরে ১১.৩ শতাংশ, রানাঘাট উত্তর পূর্বে ১১.২ শতাংশ, বনগাঁয় ১০.৮ শতাংশ, কৃষ্ণগঞ্জে ১০.৪, রানাঘাট উত্তর পশ্চিমে ১০.৩, রানাঘাট দক্ষিণে ৯.৩, চাকদহে ৯ শতাংশ, শান্তিপুরে ৮.৫ শতাংশ, কৃষ্ণনগর উত্তরে ৭.৫ শতাংশ, ও হরিণঘাটায় ৭.২ শতাংশ ভোটার আনম্যাপড হিসাবে চিহ্নিত হয়েছেন বলে খবর কমিশন সূত্রে। উল্লেখ্য, আসনগুলিতে মতুয়া ভোটের প্রভাব রয়েছে। আগামী ভোটের আগে এই তথ্যই বিজেপির জন্য মাথা ব্যথার কারণ হতে পারে।
অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে আনম্যাপড ভোটারের সংখ্যা অনেক কম। নবাবের জেলার সর্বাধিক আনম্যাপড ভোটার রয়েছে ভগবানগেলায়, ২.৬ শতাংশ। লালগোয়ায় ১.১ শতাংশ, সামশেরগঞ্জে ১ শতাংশ, রানীনগরে ০.৯ শতাংশ, রঘুনাথগঞ্জে ০.৭ শতাংশ, হরিহরপাড়ায় ০.৬ শতাংশ, ডোমকলে ০.৪ শতাংশ ভোটার আনম্যাপড। মালদহের সুজাপুরে আনম্যাপড ভোটারের সংখ্যা ০.৫ শতাংশ। ৩১ লক্ষের মতো ভোটদাতাকে আনম্যাপড হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাঁরা শুনানিতে ডাক পাবেন। তালিকার কোনও নাম নিয়ে কারও আপত্তি বা দাবি থাকলে তাও ১৫ জানুয়ারির মধ্যে জানানো যাবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।