ফের জম্মু ও কাশ্মীরে রক্তপাত, গুলির লড়াইয়ে শহিদ এক পুলিশকর্মী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০২: আবারও রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীর। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে সোমবার রাতে শহিদ হন এক পুলিশকর্মী। নিরাপত্তাবাহিনীর পাল্টা হামলায় এক জঙ্গি গুরুতর আহত হয়েছে বলে খবর। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনী গোপন সূত্রে খবর পায় উদমপুর জেলার জঙ্গলঘেরা এক গ্রামে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনা। রাতের অন্ধকারে অতর্কিতে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। হাসপাতালে যাওয়ার আগেই শহিদ হন তিনি। পাল্টা নিরাপত্তাবাহিনীর হামলায় এক জঙ্গি আহত হয়েছে বলে খবর। জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না-পারে তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণ ধরে সংঘর্ষ চলে। যার জেরে একজন SOG জওয়ান আহত হন, পরে তাঁর মৃত্যু হয়। গুলির লড়াইয়ে এক জঙ্গিও আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ, মঙ্গলবার ফের অভিযান শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা যাতে পালাতে না-পারে তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।