খসড়া তালিকায় নাম নেই? জেনে নিন কী করণীয়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: মঙ্গলবার সকালে বাদ যাওয়া ভোটারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা, তাও দেখা যাচ্ছে কমিশনের নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটে। যাঁদের খসড়া তালিকায় কোনও কারণে নাম ওঠেনি তাঁরা কী করবেন বুঝে উঠতে পারছেন না? সমাধানের উপায় আছে।
তাঁদের ফর্ম-৬ পূরণ করতে হবে। কমিশন সূত্রে খবর, অনলাইন ও অফলাইন, দু’ভাবেই ফর্ম পূরণ করা যাবে। কমিশনের ওয়েবসাইট – voters.eci.gov.in/-এ মিলবে ফর্ম। যাবতীয় তথ্য দিয়ে তা পূরণ করতে হবে। অফলাইনেও ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে জেলাশাসকের দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। ডাকা হবে শুনানিতে। প্রয়োজনীয় নথি দেখাতে পারলে আর চিন্তার কোনও কারণ নেই। নাম না থাকলে প্রথমে BLO-র সঙ্গে যোগাযোগ করুন।
২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন ভোটাররা। ফর্ম পূরণের সময় আবেদনকারীকে উল্লেখ করতে হবে আধার তথ্য। একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্মও পূরণ করতে হবে। ২০০২ সালের তালিকায় থাকা কোনও ভোটারের নাম বাদ গিয়ে থাকলে, নতুন আবেদনকারী হিসেবে ডিক্লারেশন ফর্মে ওই বছরের তথ্য উল্লেখ করতে হবে।
জানা যাচ্ছে, অফলাইন বা অনলাইনে ৬ নম্বর ফর্ম পূরণ করতে যাওয়া সংশ্লিষ্ট আবেদনকারীকে আধার নম্বর লিখতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট আবেদনকারীর যদি আধার নম্বর না থাকে, সেটাও উল্লেখ করতে হবে ফর্মে। সংশ্লিষ্ট ব্যক্তি যে ভারতীয় হিসেবে এ দেশের ভোটার হওয়ার যোগ্য, তার সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার কমিশনের দেওয়া খসড়া তালিকার তথ্য অনুযায়ী বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষের নাম। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট ভোটার। নিখোঁজ সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮। SIR-র খসড়া তালিকায় অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। ভুয়ো ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।