আজ বিকেলে ভবানীপুরের BLA-দের সঙ্গে বৈঠকে বসছেন মমতা, লক্ষ্য আগামী রণকৌশল নির্ধারণ

December 16, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:০০: খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি-না, তা এখনই যাচাই করতে পারছেন বাংলার মানুষ। আজ, মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ ‘ইসিআইএনইটি’-র মাধ্যমে এবং কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে মিলছে সুবিধা। এপিক নম্বর উল্লেখ করলেই জানা যাচ্ছে, ভোটার তালিকায় নাম আছে কি-না। কমিশন তরফে খসড়া ভোটার তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, বিকেল চারটে নাগাদ তালিকা প্রকাশ পাবে। তবে বাদ যাওয়া নামের তালিকা দেখা যাচ্ছে। এই আবহে আজ বিকেল ৪টের সময় ভবানীপুর বিধানসভার বুথ লেভেল এজেন্টদের (BLA) সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটে মমতার বাসভবনে বৈঠক হবে বলে খবর মিলেছে। শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও বৈঠকে হাজির থাকবেন। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখার সময় মমতা অভিযোগ করেছিলেন, ‘‘ভবানীপুরটা পুরো ‘আউটসাইডারদের’ দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।’’

বৃহস্পতিবার ইনিউমারেশন পর্ব শেষ হয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। ফর্ম ডিজিটাইজ হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের। প্রায় ৪৪ হাজার নাম বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে ভোট দেন সেখানে ১২৭ জনের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগ্য কেউ বাদ পড়ল কিনা, তা বহিরাগত কেউ ভোটার তালিকায় ঢুকে পড়ল কি-না তা নিয়ে পর্যালোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ লেভেল এজেন্টদের কোন দায়িত্ব দেওয়া হয়, সেদিকে নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen