IPL Auction 2026: রাসেলের উত্তরসূরি পেয়ে গেল KKR, রেকর্ড দরে নাইট শিবিরে ক্যামেরন গ্রিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: আন্দ্রে রাসেলের বিকল্প কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আইপিএলের (IPL) ইতিহাসে নতুন নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স (KKR)। পকেটে ৬৩ কোটি টাকারও বেশি অর্থ নিয়ে নিলামের টেবিলে বসেছিল নাইট ম্যানেজমেন্ট। লক্ষ্য ছিল একটাই- অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। সেই লক্ষ্যপূরণ করতে গিয়ে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল শাহরুখ খানের দল। ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিশাল অঙ্কে গ্রিনকে কিনে নিল কেকেআর। আগামী মরশুমে ইডেনের গ্যালারি মাতবে গ্রিনের পেশিশক্তির আস্ফালনে।
সাধারণত মিনি নিলামকে দলগুলো ছোটখাটো ভুল শুধরে নেওয়া বা ‘ফাইন টিউনিং’-এর মঞ্চ হিসেবেই দেখে। কিন্তু কেকেআরের ক্ষেত্রে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। গত মেগা নিলামে শক্তিশালী দল গড়তে ব্যর্থ হওয়া এবং আন্দ্রে রাসেলের অবসরের ফলে দলে যে বিশাল শূন্যস্থান তৈরি হয়েছিল, তা পূরণ করা ছিল আশু প্রয়োজন। রাসেলের মতো একজন বিধ্বংসী পাওয়ার হিটার, যিনি বল হাতেও কার্যকর, এমন কাউকেই খুঁজছিল নাইটরা। সেই চাহিদাপত্রেই হুবহু মিলে গিয়েছিলেন তরুণ অজি তারকা ক্যামেরন গ্রিন।
নিলামের শুরু থেকেই গ্রিন ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ব্যাটে-বলে দক্ষ এই অলরাউন্ডারের বয়স কম হওয়ায় তাঁকে ভবিষ্যতের সম্পদ হিসেবেই দেখেছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে তাঁর নাম উঠতেই প্রথমে বিড শুরু করে রাজস্থান রয়্যালস। তবে কিছুক্ষণের মধ্যেই লড়াইটা হয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের। দীর্ঘ দড়ি টানাটানির পর সিএসকে হাল ছাড়ে এবং সর্বকালের রেকর্ড দরে গ্রিনকে ছিনিয়ে নেয় কেকেআর।
তবে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হলেও, আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী পুরো টাকাটা গ্রিন পাবেন না। তিনি পাবেন ১৮ কোটি টাকা। বাকি ৭ কোটি ২০ লক্ষ টাকা জমা হবে বিসিসিআইয়ের ‘প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ড’-এ।
অন্যদিকে, দলের পুরনো সদস্য ভেঙ্কটেশ আইয়ারকে ফেরাতে কিছুটা চেষ্টা করেছিল নাইটরা। কিন্তু শেষ পর্যন্ত ৭ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন তিনি। তবে গ্রিনকে দলে পেয়ে নাইট শিবির যে স্বস্তিতে, তা বলাই বাহুল্য। এখন দেখার, রাসেলের জুতোয় পা গলিয়ে গ্রিন নাইট সমর্থকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন।