অভিষেকের বৈঠক, জলশক্তি মন্ত্রীর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাৎ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি, নজর কোন কোন খবরে?

December 17, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০:

সাংসদদের নিয়ে অভিষেকের বৈঠক
আজ দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেনাপতি। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ সংসদের দলীয় দপ্তরে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

জলশক্তি মন্ত্রীর সঙ্গে তৃণমূল সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
আজ সকাল সাড়ে নটায় কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। দশজন সাংসদের প্রতিনিধি দলে থাকবেন কাকলি ঘোষদস্তিদার, সৌগত রায়, নাদিমুল হক, শতাব্দী রায়, সাগরিকা ঘোষ, প্রতিমা মণ্ডল, আবু তাহের খান, জগদীশচন্দ্র বাসুনিয়া, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ। জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা ও বাংলার দাবি আদায়ে সরব হবেন বলে খবর।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি
আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আজ জিতলেই সিরিজ জয়ী হবে ভারত। ২-১ ফলাফলে এগিয়ে ভারত। ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফেরাবে? নাকি আজই সিরিজের ফয়সালা? খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

খসড়া তালিকা প্রকাশের পরবর্তী পরিস্থিতি
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ থেকে শুরু হচ্ছে নোটিশ এবং শুনানি পর্ব। আনম্যাপ এবং সন্দেহজনক ভোটারদের শুনানি হবে। ফর্ম জমা দেওয়ার পরও অনেকের নাম ওঠেনি বলে অভিযোগ। তাঁরাও আজ থেকে ডিইও ও পরে সিইও-র কাছে অভিযোগ জানাতে পারবেন। আজ থেকে নতুন নাম তোলা ও সংশোধনের কাজ করা যাবে। যাবতীয় খবরের দিকে নজর থাকবে।

যুবভারতী কাণ্ডের তদন্ত
যুবভারতী কাণ্ডের তদন্তে সিট গঠন করা হয়েছে। সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen