রক্ত নিতেই HIV আক্রান্ত চার শিশু, চরম গাফিলতির অভিযোগ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের বিরুদ্ধে

December 17, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: রক্ত নেওয়াই যেন কাল হল! সরকারি হাসপাতাল থেকে রক্ত নেওয়ার পর এইচআইভি (HIV) আক্রান্ত হল চার শিশু। বিস্ফোরক অভিযোগ উঠছে মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এমন গাফিলতির অভিযোগ বার বার উঠেছে সাম্প্রতিক সময়ে। জাল ওষুধ থেকে মারণ কাফ সিরাপের জেরে শিশু মৃত্যু, এমনকি হাসপাতালে ঢুকে রোগীকে ছুরি অবধি মারা ঘটনা দেখেছে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশ।

জানা যাচ্ছে, সাতনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা থ্যালাসেমিয়া আক্রান্ত ওই চার শিশু। সাতনা জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল। রক্তের প্রয়োজন হলে সেই সরকারি হাসপাতাল থেকে রক্ত নিত শিশুরা। মাস চারেক আগে শেষবার রক্ত নিয়েছিল ওই থ্যালাসেমিয়া আক্রান্ত চার শিশু। সম্প্রতি রুটিন পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা সকলেই এইচআইভি পজিটিভ।

শিশুদের অভিভাবকদের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে। তাঁদের আরও অভিযোগ, ব্লাড
ব্যাঙ্ক থেকে রক্ত দেওয়ার সময় পুরনো সূচ ব্যবহার করা হয়েছে। তাতে শিশুদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। সংশ্লিষ্ট জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ জানিয়েছেন, থ্যালাসেমিয়া রোগীদের ঘন ঘন রক্ত দিতে হয়। বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তবে ওই শিশুরা প্রথমে এইচআইভি নেগেটিভছিল। পরে পজিটিভ হয়েছে। অর্থাৎ কার্যত হাসপাতালও
নিজেদের গাফিলতির কথা স্বীকার করছে।

উল্লেখ্য, নির্দেশিকা অনুযায়ী এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং অন্যান্য সংক্রমণ যাতে না-হয় সেজন্য রক্তদানের আগে রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক। বলা বাহুল্য, মধ্যপ্রদেশের ওই সরকারি হাসপাতাল নির্দেশিকা অনুযায়ী কাজ করেনি। সূচ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হয়নি বলেও অভিযোগ উঠছে। কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen