Weather Forecast: হাড় কাঁপানো ঠান্ডা পড়বে কবে থেকে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: ডিসেম্বরেও কড়া ঠান্ডার দেখা নেই কলকাতায়। বরং স্বাভাবিকের কাছাকাছি বা বেশি থাকছে তাপমাত্রা। সাধারণত এই সময় প্রবল শীতের দাপট দেখা যায়। তবে কবে থেকে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে তার কোনো পূর্বাভাস এখনও দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন দেখা যাবে না।
দিল্লির মৌসম ভবনের তথ্য অনুযায়ী, এই মরশুমে প্রথমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রা আরও ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যে শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই পুরুলিয়া, বাঁকুড়ায় তাপামাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (West Bengal), আপাতত বাংলার প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়াবে। সকালে ও রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।
আজ বুধবার শহরের তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ থেকে ১৬ ডিগ্রির আশপাশে থাকবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবল কুয়াশার জেরে সকালের দিকে জনজীবনে প্রভাব পড়ছে। দিনের বেলায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।