যুবভারতী কাণ্ড: স্টেডিয়াম ভাঙচুরের ঘটনা আরও এক গ্রেপ্তার, ধৃত বেড়ে ৬

December 17, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati stadium) ভাঙচুরের ঘটনায় আরও এক জনকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম রূপক মণ্ডল। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ছয়।

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। ধৃতের বাড়ি বাইপাসের চিংড়িঘাটা এলাকায়। অন্যদিকে, বুধবার সকালে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) যুবভারতীতে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন চার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ যুবভারতীতে পৌঁছোয় তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁরা স্টেডিয়াম লাগোয়া বিধাননগর কমিশনারেটের অফিসে যায়।

প্রসঙ্গত, যুবভারতী কাণ্ডে অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে কমিটি গড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। কমিটি সোমবার রাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে। রিপোর্টে সিট গঠনের সুপারিশ করেছিল অনুসন্ধান কমিটি। সুপারিশ মেনে মঙ্গলবার চার সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ। তদন্তকারী দলে রয়েছেন রাজ্য পুলিশের এডিজি পীযূষ পান্ডে, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর, এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

উল্লেখ্য, গত শনিবার ফুটবল তারকা লিয়োনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিশৃঙ্খলা ছড়ায় যুবভারতীতে। অভিযোগ, মেসিকে ঘিরে কিছু মানুষের ভিড়কে কেন্দ্র করে গ্যালারি থেকে দর্শকেরা কেউই মেসিকে প্রায় দেখতে পাননি। মেসিরা স্টেডিয়াম ছাড়ার পরে জনতার রোষ আছড়ে পড়ে যুবভারতীতে। শুরু হয় বোতলবৃষ্টি। গ্যালারি থেকে মাঠের দিকে একের পর এক বোতল উড়ে যায়। গ্যালারির চেয়ার ভেঙে চলে তাণ্ডব। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে বিধানগর পুলিশ।

ভাঙচুরের ঘটনায় গত সোমবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে। ধৃতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার আরও এক জনকে আটক করল পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen