Lionel Messi : আবেগঘন পোস্ট মেসির, কলকাতা নিয়ে কী বললেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ১৩ তারিখ থেকে শুরু হওয়া লিওনেল মেসির ভারত সফর । চারদিনে চার শহর ঘুরে ১৬ ডিসেম্বর সফরে ইতি টানলেন আর্জেন্তীনিয় তারকা ফুটবলার। ভারত সফর শেষে GOAT ট্যুর নিয়ে মুখ খুললেন মেসি। প্রশংসা করলেন পুরো ইভেন্টের। সঙ্গে টানলেন বাংলার ছোঁয়া।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় (Messi in Kolkata) পাওয়া উষ্ণ অভ্যর্থনা ও ভালবাসার জন্য ভারতবাসীদের ধন্যবাদ জানান মেসি। তিনি লিখেছেন, নমস্তে, ইন্ডিয়া! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়েছে। এই সফর জুড়ে যে উষ্ণ আতিথেয়তা ও ভালবাসা পেয়েছি, তার জন্য সকলকে ধন্যবাদ।” একই সঙ্গে তিনি আশাবাদী, ভারতের মাটিতে ফুটবলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে।
View this post on Instagram
মেসির আপলোড করা ভিডিয়োতে দেখা গিয়েছে, সবার প্রথমে তিনি রেখেছেন লেকটাউনে তাঁর ৭০ ফুটের মূর্তি। এর পর এক এক করে প্রতিটা ঘটনার ফুটেজ ব্যবহার করা হয়। সেখানে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, করিনা কাপুর, সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার ভিডিয়ো। মুম্বইতে পেনাল্টি শ্যুটআউট থেকে শুরু করে খুদেদের সঙ্গে হাত মেলানোর ভিডিয়োও রয়েছে। আর ভিডিয়োর ব্যাক গ্রাউন্ডে বাজছিল দিল্লিতে মেসির শেষ বক্তব্য। স্প্যানিশে বলা যেই বক্তব্যের অর্থ হচ্ছে, ‘ভারত সফরটা ছোট হলেও খুব টানটান ছিল। ভিডিয়োয় গোট ট্যুরের অফিসিয়াল অ্যান্থেম ব্যবহার করেছেন তিনি ভিডিয়োর অডিও হিসেবে। এই গানটি গেয়েছেন বাংলার অরিন্দম চট্টোপাধ্যায়। আমি খুব উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ, আশা করছি ফের ভারতে আসতে পারব।’