SIR in Bengal: খসড়া তালিকা প্রকাশের পর BLO-দের অ্যাপে এল নয়া তিন অপশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৩: মঙ্গলবার নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এবার BLO-দের অ্যাপে নতুন তিনটি অপশন আনা হল। SIR পর্ব শুরু হওয়ার পর থেকে একের পর এক নতুন নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের তরফে। এই অ্যাপ নিয়ে নানান অভিযোগ উঠেছে।
এবার নয়া সংযোজন এডিট অপশন, নট রিক্যোয়ার্ড ফর হিয়ারিং এবং আনম্যাপড। কমিশনের বক্তব্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে নতুন তিন অপশন ব্যবহার করলে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা সম্ভব হবে।
নতুন তিন দফা নির্দেশের মধ্যে ইনিউমারেশন পর্বে সংশোধন বা এডিট অপশন দেওয়া হয়েছিল BLO-দের। এবার একই এডিট অপশন আবার দেওয়া হল। কমিশনের মতে, এমন অনেক ফর্ম ডিজিটাইজড হয়েছে যেখানে হয়ত BLO-দের ইচ্ছাকৃত ভুল নেই। অনিচ্ছাকৃত ভুল হয়েছে। যার জেরে পাহাড় প্রমাণ যুক্তিগত অসঙ্গতি (Logical discrepancies) সামনে এসেছে। BLO-রা যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত) কিছু ভুল করে থাকেন, এবার তা সংশোধন করে নিতে হবে। সেই জন্যেই এডিট অপশন। নামের বানান ভুল, বয়সের ভুল উল্লেখ, বাবা বা মায়ের নামের ভুল ইত্যাদি। নতুন করে এডিট করে দিতে হবে BLO-দের।
দ্বিতীয় অপশন Not required for hearing অর্থাৎ ছোটখাটো কিছু ভুলের জন্য হয়ত ফর্মটি যুক্তিগত অসঙ্গতি তালিকাভুক্ত হয়ে গিয়েছে। বলা হচ্ছে, কোনও ফর্মে বাবার নামে হয়ত মিডল নেম লেখা হয়নি যা ভোটারের ২০০২ সালের বা ২০২৫ সালের ভোটার তালিকায় ছিল। এমন ফর্মগুলি Father name mismatched তালিকাভুক্ত হয়ে পড়েছে। ফর্ম ডিজিটাইজ করার সময় লিঙ্গ (gender) লেখার সময়ও এমন ভুল হয়ে থাকতে পারে। BLO-দের জন্য কমিশনের নির্দেশ, এই ধরনের ভুলগুলো ঠিক করে দিতে হবে। এসব ক্ষেত্রে আর শুনানির জন্য ডাকা হবে না।
তৃতীয় অপশনের ক্ষেত্রে বলা হয়েছে, সব কিছু খতিয়ে দেখার পরেও যদি অসঙ্গতি থেকে যায় তাদের আনম্যাপড তালিকাভুক্ত করতে হবে। কমিশন মনে করছে, এই তিন দফা নির্দেশ ফলো করলে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তথ্য অসঙ্গতি পাওয়া গিয়েছে, সেই সংখ্যাটা আরও কমবে। ফর্ম ডিজিটাইজশনের শেষ দিনে BLO অ্যাপে ‘রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি’ অপশন যোগ করা হয়েছিল। বলা হয়েছিল কোনও ভোটারকে সন্দেহজনক মনে হলে, তার তথ্য পুনরায় যাচাই করতে হবে। যা নিয়ে আপত্তি তুলেছিলেন BLO-রা।