‘দলীয় শৃঙ্খলা মানতেই হবে’, বৈঠকে সাংসদদের কড়া বার্তা অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট ধরে সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি।
বৈঠকে অভিষেক সাফ জানান, দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন।
মত বিরোধ মিটিয়ে দলীয় সমন্বয়ের ক্ষেত্রে জোর দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে, দলের অন্দরে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ও রাজ্যসভার ডেপুটি লিডার, মুখ্য সচেতক বা চিপ হুইপ যা বলবেন, যেভাবে চলতে বলবেন, সেভাবেই চলতে হবে বলেও সাংসদদের বার্তা তিনি দিয়েছেন বলে খবর। তাঁর বার্তা, ‘চিপ হুইপ যা বলবে শুনতে হবে।’
কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বা অন্য কোনও বিষয়ে সংসদে প্রস্তাব আনতে হলে লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভার (RahyaSabha) মুখ্য সচেতক ও দলনেতা, উপ দলনেতাদের অনুমতি নিতে হবে বলেও জানা তিনি। দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, জুন মালিয়া, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ-সহ দিল্লিতে উপস্থিত তৃণমূলের সাংসদরা এদিনের বৈঠকে হাজির ছিলেন।
প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। ভোটের আগে রণকৌশল থেকে শুরু করে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ না-করার বার্তাও তিনি দেন বলে খবর। বিধানসভা ভোটের আগে ছোটখাটো বিষয়কে বিজেপি ইস্যু করতে পারে, সেদিকে সাংসদরা যাতে নজর রাখেন তা নিয়েও সাংসদদের সতর্ক করেন অভিষেক।