বৈধ ভোটারের নাম বাদ কেন? BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর বৈঠক ডাকলেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: খসড়া ভোটার তালিকা (SIR Draft List ) প্রকাশের পরেই চূড়ান্ত সতর্ক তৃণমূল সুপ্রিমো। ভোটার তালিকা (Voter list) থেকে বৈধ নাগরিকদের নাম যাতে কোনওভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) বিএলএ (Booth Level Agents)-দের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন তিনি।
দলীয় সূত্রে খবর, ২২ ডিসেম্বরের এই বৈঠকে মূলত কলকাতা, হাওড়া ও হুগলি সহ পার্শ্ববর্তী জেলাগুলির বিএলএ-দের (BLA) তলব করা হয়েছে। শুধু বিএলএ নয়, বিভিন্ন বিধানসভা এলাকায় বুথ স্তরে ভোটের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ কর্মীদেরও ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যেসব নাম বাদ গিয়েছে, তা কেন বাদ গেল এবং ভুলবশত কোনও বৈধ ভোটারের নাম কাটা গেল কি না- মূলত এই বিষয়গুলো নিয়েই বার্তা দেবেন নেত্রী।
মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র ভবানীপুর (Bhabanipur) নিয়ে কালীঘাটের বাড়িতে একপ্রস্থ বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi), স্থানীয় কাউন্সিলর এবং বিএলএ-রা। সেখানেই মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন কারও নাম তালিকা থেকে বাদ পড়ল।
এসআইআর (SIR) ঘোষণার পর থেকেই বুথ স্তরে ক্যাম্প শুরু করেছিল শাসকদল। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, নির্বাচন কমিশন (Election Commission) যত নাম বাদ দিয়েছে, তার মধ্যে কতজন বৈধ ভোটার এবং কতজন অবৈধ, তা বাড়ি গিয়ে খুঁটিয়ে যাচাই করতে হবে। বিশেষ করে কোথাও জীবিত কোনও ভোটারকে ভুলবশত ‘মৃত’ দেখানো হয়েছে কি না, সেদিকে কড়া নজর রাখতে বলেছেন তিনি। সরকারি বিএলও (BLO)-দের সঙ্গে দলের বিএলএ-দের সমন্বয়ে কোনও ফাঁক ছিল কি না, বৈঠকে তাও জানতে চেয়েছেন নেত্রী।
তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা, “পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের পাশে থাকুন।” নথিপত্র নিয়ে যাঁদের সমস্যা হচ্ছে, তাঁদের ‘মে আই হেল্প ইউ’ (May I help you) ক্যাম্পে নিয়ে এসে বা প্রয়োজনে বাড়ি গিয়ে সাহায্য করার নির্দেশ দিয়েছেন তিনি। বহুতল আবাসন বা হাই-রাইজ বিল্ডিংগুলিতেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। আগামী দিনে ভোটারদের যাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে, তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেই দায়িত্বও দলীয় কর্মীদের নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ডভিত্তিক রিপোর্ট তৈরি করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।