আচমকা মা ক্যান্টিনে মমতা! খাসতালুক ভবানীপুরে সারলেন জনসংযোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৩: আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই নিজের খাসতালুক ভবানীপুরে জনসংযোগে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে আচমকাই তিনি উপস্থিত হন এসএসকেএম হাসপাতালের সামনে অবস্থিত ‘মা ক্যান্টিন’-এ (Maa Canteen)। মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরকে নিছক পরিদর্শন নয়, বরং ভোটের আগে জনসংযোগের বড় কৌশল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
বুধবার দুপুরে কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) সামনে। সেখানে ‘মা ক্যান্টিন’-এর সামনে গাড়ি থামতেই তৎপর হয়ে ওঠে পুলিশ ও প্রশাসন। আচমকা মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে প্রথমে কিছুটা হকচকিয়ে যান লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও ক্যান্টিনের কর্মীরা। তবে পরিস্থিতি সহজ করতে নিজেই এগিয়ে আসেন মমতা। কথা বলেন কর্মীদের সঙ্গে।
মুখ্যমন্ত্রী জানতে চান, আজ দুপুরের মেনু কী? উত্তরে কর্মীরা জানান- রোজকার মতোই ভাত, ডাল, সবজির তরকারি আর একটি করে ডিম সেদ্ধর ব্যবস্থা রয়েছে। এরপর ক্যান্টিন কর্মীদের অনুরোধে নিজের হাতে কয়েকজন সাধারণ মানুষকে খাবারও পরিবেশন করেন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে কথা বলে খাবারের গুণমান নিয়েও খোঁজখবর নেন। কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত অন্যতম জনমুখী প্রকল্প এই ‘মা ক্যান্টিন’। যেখানে মাত্র ৫ টাকায় পেটভরে দুপুরের খাবার পান সাধারণ মানুষ। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত রাজ্যজুড়ে চলে এই সরকারি পরিষেবা।