ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ, দিল্লিতে কেন তলব বাংলাদেশের হাই কমিশনার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ফের ভারত-বাংলাদেশের মধ্যে সৃষ্ট হলো কূটনৈতিক চাপানউতোর। ‘নিরাপত্তা’র কারণে ঢাকায় ভিসা কেন্দ্র (IVAC) বন্ধ করল নয়াদিল্লি। বুধবার দুপুর ২টো থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক ভারতবিরোধী মন্তব্যের জেরে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে (High Commissioner of Bangladesh) তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক বাতাবরণে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
বুধবার দুপুরে ‘Indian Visa Application Center’ বা আইভ্যাক-এর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, নিরাপত্তার কারণে দুপুর ২টো থেকে ভিসা কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। তবে এই অচলাবস্থা কতদিন বা কতক্ষণ চলবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে যে, বুধবারের জন্য যাঁরা ভিসার ‘স্লট’ বুক করেছিলেন, তাঁদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। ঠিক কী ধরনের নিরাপত্তা হুমকির কারণে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করেনি ভিসাকেন্দ্র কর্তৃপক্ষ বা নয়াদিল্লি (New Delhi)। তবে বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
ঘটনাচক্রে, ভিসা কেন্দ্র বন্ধের ঘোষণার ঠিক আগেই বুধবার দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত (Ambassador of Bangladesh) এম রিয়াজ হামিদুল্লাকে তলব করে সাউথ ব্লক। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, বাংলাদেশের ‘জাতীয় নাগরিক পার্টি’র (NCP) নেতা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লার সাম্প্রতিক একটি বিতর্কিত বক্তব্যের জেরে এই তলব। হাসনাত সম্প্রতি তাঁর এক বক্তৃতায় ভারতের ‘সেভেন সিস্টার্স’ অর্থাৎ উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করার ডাক দেন এবং সেখানে উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার কথা বলেন। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত এবং ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকেই ওপার বাংলায় বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক সমাবেশ থেকে নিয়মিত ভারতবিরোধী স্লোগান ও বক্তৃতা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই আবহে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়াদিল্লি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সম্প্রতি ঢাকার মার্কিন দূতাবাসও সতর্কবার্তা জারি করেছিল, যেখানে ভোটের আগে অশান্তি বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।