‘কান ধরে ক্ষমা চান বিজেপি নেতারা’, অনুপ্রবেশ ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৬: SIR-র প্রাথমিক পর্ব ইনিউমারেশন শেষ হয়েছে। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। রোহিঙ্গা বা অনুপ্রবেশের তত্ত্ব কার্যত উধাও। যা নিয়ে প্রতিনিয়ত লম্বাচওড়া দাবি করে গিয়েছে বিজেপি নেতারা। এবার বিজেপি সহ নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ার জন্য যে সব BLO-রা প্রাণ হারিয়েছেন, তার জন্য দায়ী নির্বাচন কমিশন।
তৃণমূলের সেনাপতির দাবি, বিজেপি নেতাদের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তাঁরা বাংলাকে অপমান করেছেন। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “অনুপ্রবেশ নিয়ে বিজেপি নেতারা বাংলাকে অসম্মান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত।” উল্লেখ্য, SIR শুরু হতেই শুভেন্দু অধিকারীরা দাবি করছিলেন বাংলায় অনুপ্রবেশ ঘটেছে। অবৈধভাবে রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম তুলেছেন। বিজেপি দাবি করেছিল, ১ কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনও রোহিঙ্গার তথ্য প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
কমিশনের তথ্যকে উপজীব্য করে অভিষেকের তোপ, “এক কোটি রোহিঙ্গা নাকি বাদ যাবে, কোথায়? কতজন বাংলাদেশি ধরা পড়ল? দেড় দুই শতাংশ নাম তো সব রিভিশনেই বাদ যায়, এটা তো স্পেশাল রিভিশন। সেই অনুপাতেই নাম বাদ পড়েছে। এক কোটি নাম বাদ যেতে চলেছে বলে দাবি করা হচ্ছিল, কিছু বলার থাকলে সরকারিভাবে বলুক।”
তাঁর সংযোজন, “অনুপ্রবেশের কথা বলে বাংলাকে বিজেপি নেতারা অপমান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত।” বিএলওদের মৃত্যুর জন্য কমিশনকে দায়ী করেছেন তিনি। বিএলওদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন অভিষেক।