এআই মানছি, কিন্তু কাজ হারানো চলবে না, ব্যবসায়ীদের সম্মেলনে ‘হিউম্যান টাচ’-এ জোর মুখ্যমন্ত্রীর

December 17, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪০: প্রযুক্তির অগ্রগতি বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহারকে স্বাগত, কিন্তু তা যেন কোনওভাবেই সাধারণ মানুষের রুজি-রোজগারে থাবা না বসায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের (CWBTA) সম্মেলনে এসে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের কাছে মানুষের কর্মসংস্থান (Employment) রক্ষাই অগ্রাধিকার।

এদিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “এআই অপারেশন করছে, সেটা মানছি। কিন্তু হিউম্যান টাচও দরকার। এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট না চলে যায়, এমন কিছু করব না যাতে মানুষ বেরোজগার হয়ে যায়। পেটের ক্ষুধা বড় ক্ষুধা, তাই তাদের দিকটাও লক্ষ্য রাখতে হবে।”

রাজ্যের বাণিজ্যকে ত্বরান্বিত করতে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেক্টরের জন্য বিশেষ ‘বিজনেস হাব’ তৈরি করা হবে। পাশাপাশি, আগামী দিনে পণ্যের প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ের ওপরেও বাড়তি গুরুত্ব দেবে রাজ্য সরকার।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের পাওনা বা বকেয়া টাকার সমস্যা মেটাতে এদিন একটি নতুন পোর্টাল চালু করা হয়। অনেক সময় সরকারি বা বেসরকারি কাজ শেষ করেও সময়মতো টাকা পান না ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর আশ্বাস, এই পোর্টালে কাজ শেষের আপডেট দিলেই সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত টাকা মেটাতে হবে। এছাড়া ব্যবসায়িক সমস্যা মেটাতে আগামী ১৫ দিনের মধ্যে একটি ‘ওয়েলফেয়ার বোর্ড’ গঠনের নির্দেশ দেন তিনি, যেখানে রাজ্যের প্রতিটি জেলার ব্যবসায়িক সংগঠনকে অন্তর্ভুক্ত করা হবে।

রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোর খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার কমার্শিয়াল গেটওয়ে।” রাজ্যে ছ’টি নতুন ইকোনমিক করিডর তৈরি হচ্ছে, যা যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। এমএসএমই (MSME) সেক্টরের পরিসংখ্যান দিয়ে তিনি জানান, রাজ্যে বর্তমানে ৯৩ লক্ষ ইউনিট রয়েছে, যেখানে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ কর্মরত। এছাড়া রপ্তানি বাণিজ্যেও রাজ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছে বলে তিনি জানান।

এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের প্রায় ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। নোটবন্দি প্রসঙ্গে তিনি বলেন, “নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। মানুষের হাতে টাকা থাকলেই অর্থনীতি চাঙ্গা হয়।” নিজের উদাহরণ দিয়ে তিনি জানান, তাঁর নিজের কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড নেই।

পাশাপাশি বাম আমলের ধর্মঘট সংস্কৃতির কড়া সমালোচনা করেন মমতা। তিনি বলেন, “আমরা আসার আগে ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছে। এখন একদিনও নষ্ট হয় না, বনধ আমরা বন্ধ করে দিয়েছি।” বহু বঞ্চনার মধ্যেও রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে বলে দাবি করেন তিনি, যার সমর্থন নীতি আয়োগের রিপোর্টেও রয়েছে বলে উল্লেখ করেন। উদ্যোক্তাদের মতে, এদিনের অনুষ্ঠানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২ হাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen