ডানকুনির জীবিত কাউন্সিলর ‘মৃত’! শ্মশানে অভিনব প্রতিবাদের পর অবশেষে ভুল স্বীকার BLO-র

December 17, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ডানকুনির কাউন্সিলরকে ‘মৃত’ দেখানোর ঘটনায় ভুল স্বীকার বিএলও (BLO)। ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে মৃত দেখানোর ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়তেই জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (Chief Electoral Officer) (সিইও) দপ্তর। সেই রিপোর্টের প্রেক্ষিতেই নিজের গাফিলতি মেনে নিলেন ওই বুথের বিএলও (BLO) কুশ হাজরা।

মঙ্গলবার রাজ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশের ঠিক আগে মৃত ও স্থানান্তরিত ভোটারদের একটি তালিকা সামনে আসে। সেখানেই দেখা যায়, ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নামের পাশে জ্বলজ্বল করছে ‘মৃত’ শব্দটি। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন কাউন্সিলর। মঙ্গলবার সকালে এক অভিনব প্রতিবাদের পথে হাঁটেন তিনি। অনুগামীদের নিয়ে সোজা পৌঁছে যান স্থানীয় কালীপুর শ্মশানে।

সূর্য দে-র অভিযোগ ছিল, ‘‘আমাকে তো মৃত দেখিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের আধিকারিকদের বলছি আপনারা আসুন, আমাকে শ্মশানে পুড়িয়ে দিন।’’ তিনি দাবি করেন, সমস্ত নিয়ম মেনে এনুমারেশন ফর্ম (Enumeration form) পূরণ করে বিএলও-র কাছে জমা দেওয়া সত্ত্বেও তাঁকে মৃত ঘোষণা করার পেছনে গভীর ‘চক্রান্ত’ রয়েছে। এই ঘটনার জন্য তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও দায়ী করেন।

বিষয়টি সংবাদমাধ্যমের শিরোনামে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার সন্ধ্যায় খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, হুগলির ওই ঘটনার প্রেক্ষিতে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের (ডিইও) কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল নাকি ইচ্ছাকৃত, তা খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়।

কমিশন সূত্রে খবর, বুধবার সেই রিপোর্টের ভিত্তিতেই জানা যায়, অভিযুক্ত বিএলও কুশ হাজরা নিজের ভুল স্বীকার করেছেন। তিনি কমিশনের কাছে ক্ষমাও চেয়েছেন। সিইও দপ্তর (CEO Office) থেকে ওই রিপোর্ট ইতিমধ্যেই দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লি থেকেই নেওয়া হবে বলে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen