IPL নিলামে বড় চমক! এবার KKR-এ সাংসদ-পুত্র, জেনে নিন তাঁর পরিচয়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: আবু ধাবির ইতিহাদ এরিনায় বসেছিল আইপিএলের মেগা (IPL 2026 Auction) আসর। নিলামের টেবিলে কোটি কোটি টাকার ঝনঝনানি। কলকাতা নাইট রাইডার্স (KKR) যখন ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিচ্ছে, ঠিক তখনই প্রচারের আলো খানিকটা কেড়ে নিলেন ৩০ লক্ষ টাকার এক আনকোরা ক্রিকেটার। কারণটা তাঁর পারফরম্যান্সের পাশাপাশি তাঁর পিতৃ-পরিচয়। তিনি সার্থক রঞ্জন, পোড় খাওয়া রাজনীতিবিদ তথা সাংসদ পাপ্পু যাদবের (Pappu Yadav) ছেলে।
আসন্ন আইপিএল (IPL) মরশুমের জন্য শাহরুখ খানের (Shahrukh Khan) দল কেকেআর (KKR) সার্থককে তাঁর বেস প্রাইস বা ভিত্তি মূল্য ৩০ লক্ষ টাকাতেই কিনে নিয়েছে। সার্থক হলেন পূর্ণিয়ার নির্দল সাংসদ রাজেশ রঞ্জন, যিনি রাজনৈতিক মহলে ‘পাপ্পু যাদব’ নামেই সমধিক পরিচিত। তাঁর মা রঞ্জিত রঞ্জনও ছত্তিশগড় থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। রাজনীতিতে পরিবারের দাপট থাকলেও সার্থক বেছে নিয়েছেন ক্রিকেটকেই।
শুধুমাত্র বাবার পরিচয়ে নয়, নিজের প্রতিভার জোরেই এবার আইপিএলের টিকিট পেয়েছেন সার্থক। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) নর্থ দিল্লি স্ট্রাইকার্সের হয়ে তাঁর ব্যাট কথা বলেছে। ১১টি ম্যাচে ১০ ইনিংসে ৫৫ গড়ে তিনি করেছেন ৪৯৫ রান। ডিপিএল ২০২৫-এ তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর ঝুলিতে রয়েছে ৪টি হাফ-সেঞ্চুরি, ৫৬টি চার এবং ১৮টি ছক্কা। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৮২। এই বিধ্বংসী পারফরম্যান্সই নজরে পড়ে কেকেআর স্কাউটদের।
ছেলে আইপিএলের মতো বড় মঞ্চে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বাবা পাপ্পু যাদব। তিনি বলেন, “অভিনন্দন বেটু! জমিয়ে খেলো আর নিজের প্রতিভার দমে নিজের পরিচিতি তৈরি করো। নিজের ইচ্ছা পূরণ করো। এবার সার্থকের নামে তৈরি হবে আমাদের সরকার।” ২৯ বছর বয়সী সার্থক গত বছর বাবার সঙ্গে কংগ্রেসে যোগ দিলেও আপাতত তাঁর ধ্যানজ্ঞান বাইশ গজ।
बधाई बेटू
जमकर खेलोअपने प्रतिभा के दम पर
अपनी पहचान बनाओ
अपनी चाहत पूरी करो!अब सार्थक के नाम से
बनेगी हमारी पहचान! pic.twitter.com/s3gOGe72c2— Pappu Yadav (@pappuyadavjapl) December 16, 2025
সার্থক রঞ্জন নতুন মুখ নন। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল বেশ কয়েক বছর আগে। ২০১৬ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর। এরপর ২০১৭ সালে ঋষভ পন্থের নেতৃত্বে লিস্ট-এ এবং ২০১৮ সালে নীতিশ রানার নেতৃত্বে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। যদিও ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যান আহামরি নয় (টি-টোয়েন্টিতে গড় ১৩.২০), তবুও সাম্প্রতিক ফর্মের বিচারেই তাঁকে দলে নিয়েছে নাইট ব্রিগেড।
এবারের নিলামে কেকেআর তাদের দল গুছিয়ে নিতে কোনও কার্পণ্য করেনি। ক্যামেরন গ্রিনকে রেকর্ড দামে কেনার পাশাপাশি শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকেও ১৮ কোটি টাকায় দলে ভিড়িয়েছে তারা। তবে তারকাদের ভিড়ে সাংসদ-পুত্র সার্থক রঞ্জন আসন্ন মরশুমে একাদশে সুযোগ পান কিনা, বা পেলেও কেমন পারফর্ম করেন, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।