প্রবীণদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ মেট্রো শহর কলকাতা, রাজ্যসভায় জানাল কেন্দ্র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: দেশের অন্যান্য মেট্রো শহরের তুলনায় প্রবীণ নাগরিকদের জন্য অনেক বেশি নিরাপদ কলকাতা (Kolkata)। বুধবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brien) করা এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পেশ করা পরিসংখ্যানেই উঠে এল এই স্বস্তির ছবি।
এদিন রাজ্যসভায় সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং অপরাধের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন। তার উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (NCRB)-র ২০২৩ সালের তথ্য তুলে ধরেন। সেই তথ্যে দেখা যাচ্ছে:
কলকাতায় নামমাত্র অপরাধ: ২০২৩ সালে কলকাতায় প্রবীণ নাগরিকদের বিরুদ্ধে অপরাধের মাত্র ৬টি মামলা রুজু হয়েছে।
অন্যান্য শহরের চিত্র: কলকাতার তুলনায় দেশের অন্যান্য মেট্রো শহরগুলির অবস্থা উদ্বেগজনক। যেখানে কলকাতায় মাত্র ৬টি মামলা, সেখানে দিল্লিতে এই সংখ্যা ১,৩৬১। এছাড়া তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে ৬৪৯টি এবং হায়দ্রাবাদে ২৯২টি মামলা রুজু হয়েছে।
শুধুমাত্র অপরাধের সংখ্যা কম হওয়াই নয়, বিচার প্রক্রিয়াতেও কলকাতা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সাল থেকে কলকাতায় প্রবীণদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত বিচারাধীন মামলা (Cases pending trial) ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে আহমেদাবাদ, সুরাট এবং জয়পুরের মতো শহরগুলিতে বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে কলকাতা উল্টো স্রোতে হেঁটে দ্রুত বিচার সম্পন্ন করে নজির গড়েছে।
সামগ্রিকভাবে, এনসিআরবি-র এই পরিসংখ্যান প্রবীণদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে মমতার প্রশাসন তথা কলকাতা পুলিশের কার্যকারিতা এবং শহরের নিরাপদ পরিবেশকেই মান্যতা দিল।