মোদী আমলে ভারতের নাগরিকত্ব ত্যাগের হার বেড়েছে, খোদ কেন্দ্রের তথ্যেই অস্বস্তিতে BJP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: মোদী আমলে ভারতের নাগরিকত্ব ত্যাগের রীতিমতো ধুম পড়ে গিয়েছে। খোদ কেন্দ্র সরকারের পরিসংখ্যানেই উঠে এসেছে এই তথ্য, তাতেই বিজেপির অস্বস্তি বেড়েছে। সংসদে দেওয়া বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ২০২২ সাল থেকে নাগরিকত্ব ত্যাগের হার বেড়েছে।
বিগত ১৪ বছরে কতজন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, তা জানতে চাওয়া হয়েছিল। সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্নের লিখিত জবাবে তথ্য-পরিসংখ্যান দিয়েছে এস জয়শঙ্করের মন্ত্রক। এস জয়শঙ্করের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ লক্ষেরও বেশি ভারতীয় দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ১৪ বছরে ২০ লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংখ্যাটা ৯ লক্ষেরও বেশি। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত ফি বছর লক্ষের বেশি মানুষ নাগরিকত্ব ত্যাগ করেছে। ২০২২ সাল থেকে সংখ্যাটা ২ লক্ষে পৌঁছয়। নাগরিকত্ব ত্যাগের হার বাড়ার কোনও কারণ জানায়নি বিদেশ মন্ত্রক।
মন্ত্রকের মতে, ব্যক্তিগত কারণে অনেকেই ভারতের নাগরিকত্ব ত্যাগ করছেন। দীর্ঘকাল ধরেই ভারতের মেধাবী ছাত্র-যুবরা উন্নত সুযোগসুবিধার জন্য পশ্চিমের দেশগুলিতে পাড়ি জমাচ্ছেন। ভারতে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা নেই। অর্থাৎ একই সঙ্গে দুটি দেশের নাগরিকত্ব ভারত স্বীকার করে না। আমেরিকা, ব্রিটেনের নাগরিকেরা অন্য দেশের নাগরিকত্ব পেতে পারেন। ভারতে তা সম্ভব নয়। অন্যদিকে, ভারতীয়দের অনেকে কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে থাকেন। সে দেশের নাগরিক সুযোগসুবিধা পেতে অনেকে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব গ্রহণ করেন।