রণবীর নায়ক, কিন্তু ‘ধুরন্ধর’-এর আসল শো-স্টপার অক্ষয়! ‘রহমান ডাকাত’-এ মজে নেট দুনিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৩: নেটিজেনদের দিল জিতল ‘রহমান ডাকাত’, অক্ষয়ের অভিনয়ে ম্লান বাকিরা। রণবীর সিং নায়ক হতে পারেন, কিন্তু আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar) মুক্তির পর থেকে লাইমলাইট পুরোপুরি কেড়ে নিয়েছেন অক্ষয় খান্না (Akshaye Khanna)। ছবিতে তাঁর ‘রহমান ডাকাত’ (Rehman Dakait) চরিত্রটি এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন। অক্ষয় খান্নার এই অভাবনীয় সাফল্য এবং তাঁকে কাস্টিং করার নেপথ্যের গল্প এবার প্রকাশ্যে আনলেন প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা (Mukesh Chhabra)।
ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এখন শুধুই ‘রহমান ডাকাত’-এর রাজত্ব। বিশেষ করে ছবিতে ‘FA9LA’ গানের তালে অক্ষয় খান্নার নাচ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু। এই উন্মাদনা প্রসঙ্গে মুকেশ ছাবরা নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “তিনি তো বাপ! এখন আক্ষরিক অর্থেই পুরো ইন্টারনেট অক্ষয় খান্নার দখলে। ছবি মুক্তির পর থেকে যেদিকেই তাকাবেন, টাইমলাইনে শুধু তাঁকেই দেখা যাচ্ছে। মানুষ কেবল তাঁর এন্ট্রি আর অভিনয় নিয়ে কথা বলছে।”
কিন্তু কীভাবে এই আইকনিক চরিত্রের জন্য রাজি হলেন অক্ষয়? মুকেশ ছাবরা জানান, প্রথমে এই চরিত্রের জন্য একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অক্ষয় খান্নাকেই চূড়ান্ত করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে মুকেশ বলেন, “সবচেয়ে সুন্দর বিষয় ছিল যে, অক্ষয় যখন স্ক্রিপ্ট শুনতে বা ন্যারেশনের জন্য এসেছিলেন, তখন তিনি একাই এসেছিলেন। কোনও দলবল বা ম্যানেজার সঙ্গে ছিল না।” গল্প শোনার পর অক্ষয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত আন্তরিক। মুকেশের চোখের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, “দারুণ লেগেছে, মজা এসে গেছে ভাই!”
বলিউডে (Bollywood) অনেক অভিনেতা স্ক্রিপ্ট পড়ার কথা বলে পরে আর যোগাযোগ করেন না, যাকে বর্তমান যুগে ‘ঘোস্টিং’ বলা হয়। কিন্তু অক্ষয়ের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। তাঁর পেশাদারিত্বের প্রশংসা করে মুকেশ বলেন, “তিনি তাঁর কথার দাম রাখেন। তিনি নিজেই নিজের সব সিদ্ধান্ত নেন এবং যা বলেন তা করেন।” চিত্রনাট্য শোনার পর অক্ষয় কথা দিয়েছিলেন তিনি রাতে একবার পড়ে নেবেন এবং ঠিক সেটাই করেছিলেন। মজার বিষয় হলো, অক্ষয় নিজেও জানতেন না যে তাঁর এই চরিত্রটি এতটা জনপ্রিয়তা পাবে, কারণ তিনি কেবল নীরবে নিজের কাজ করে যেতেই ভালোবাসেন।
আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে। ছবিতে অক্ষয় খান্না ও রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সারা অর্জুন, অর্জুন রামপাল এবং রাকেশ বেদি। তবে তারকাবহুল এই ছবিতে আপাতত দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন ‘রহমান ডাকাত’ রূপী অক্ষয় খান্না।