প্রয়াত ভারতের বিখ্যাত ভাস্কর রাম সুতার

December 18, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: প্রয়াত হলেন দেশের বিখ্যাত ভাস্কর রাম সুতার (Ram Sutar)। বুধবার রাতে নয়ডায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ভাস্কর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০। পুত্র অনিল সুতার পিতার প্রয়াণের খবর জানিয়েছেন। বৃহস্পতিবার তাঁর ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা শ্রী রাম ভানজি সুতার ১৭ ডিসেম্বর মধ্যরাতে মারা গিয়েছেন।”

গুজরাতে নর্মদা তীরে দাঁড়িয়ে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মুর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’, যা গড়েছিলেন তিনি। যার উচ্চতা ১৮২ মিটার। ১৯৯৯ সালে ‘পদ্মশ্রী’ সম্মান পান রাম সুতার। ২০১৬ সালে তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়।

১৯২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ধুলে জেলার গন্দুরে জন্মগ্রহণ করেন রাম সুতার। মূর্তি গড়া, ছবি আঁকার দিকে ঝোঁক ছিল তাঁর। মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে স্বর্ণপদক পেয়েছিলেন তিনি। সম্প্রতি, মহারাষ্ট্র সরকার রাম সুতারকে রাজ্যের সর্বোচ্চ পুরস্কার মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত করেছে।

তাঁর হাতে গড়া অসংখ্য ভাস্কর্য রয়েছে। দেশ-বিদেশে বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। ধ্যানমগ্ন ভঙ্গিতে উপবিষ্ট মহাত্মা গান্ধীর মূর্তি, সংসদ প্রাঙ্গণে ঘোড়ায় চড়ে থাকা ছত্রপতি শিবাজির প্রতীকী মূর্তিগুলি তাঁর দৃষ্টি। হরিয়ানার জ্যোতিসারে ৪০ ফুট উঁচু কৃষ্ণের বিশ্বরূপ মূর্তি, কলকাতা বিমানবন্দরে ১৮ ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, নয়াদিল্লির ১৫ জনপথে আম্বেদকরের ব্রোঞ্জ মূর্তিও তাঁর হাতে তৈরি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen