যুবভারতীকাণ্ডে সৌরভের নামে ‘অপপ্রচার’, ফ্যান ক্লাব কর্তার বিরুদ্ধে লালবাজারে দায়ের অভিযোগ

December 18, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৮:  লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের রেশ এবার গড়াল লালবাজারে (Lalbazar)। নিজের সম্মানহানির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি।

বৃহস্পতিবার একটি ইমেল মারফত লালবাজারে এই অভিযোগ জানান সৌরভ। তাঁর অভিযোগ, উত্তম সাহা প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর মন্তব্য করেছেন। সৌরভের দাবি, ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রশাসক হিসেবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি যে সুনাম অর্জন করেছেন, তা কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার জেরে তাঁর মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন ‘মহারাজ’।

ঘটনার সূত্রপাত গত শনিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) আগমন ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। মেসি প্রায় ২০ মিনিট মাঠে ছিলেন। কিন্তু অভিযোগ, মাঠে থাকাকালীন উদ্যোক্তা ও পুলিশ-প্রশাসনের একটি জটলা তাঁকে সর্বদা ঘিরে রেখেছিল। ফলে গ্যালারিতে টিকিট কেটে ঢোকা হাজার হাজার দর্শক মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। মেসি স্টেডিয়াম ছাড়তেই দর্শকদের সেই ক্ষোভ ফেটে পড়ে। যুবভারতী জুড়ে শুরু হয় ভাঙচুর ও তাণ্ডব। মেসির এই সফরের মূল আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয় জনতা।

সৌরভের অভিযোগ, এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ফ্যান ক্লাবের কর্তা উত্তম সাহা অযথা তাঁর নাম জড়িয়ে কুরুচিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন। শতদ্রু দত্তের সঙ্গে সৌরভের নাম জড়িয়ে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই বলে দাবি প্রাক্তন বিসিসিআই সভাপতির। পুলিশকে লেখা চিঠিতে সৌরভ জানিয়েছেন, জেনেশুনে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁকে নিয়ে ঠিক কী কী মন্তব্য করা হয়েছে, তার বিস্তারিত বিবরণও তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen