মধ্যরাতে ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ ‘G Ram G’ Bill, রাতেই ধরনায় বসল তৃণমূল সহ বিরোধীরা

December 19, 2025 | 3 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১২: বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয় ‘জি রাম জি’ বিল। তারপর রাজ্যসভাতেও পাশ হল এই বিল।

বিরোধীদের আপত্তি উড়িয়ে মাঝরাত পর্যন্ত আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও নতুন বিলটি অনুমোদন পেল। প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের অভিযোগ, তিন সপ্তাহ সংসদ চলার পর শেষ দিনের আগে, মাত্র পাঁচ ঘণ্টার নোটিশে বিল আনা হচ্ছে। কোনওরকম আলোচনার পরিসর দেওয়া হচ্ছে না। মহাত্মা গান্ধীর নাম মুছে কৌশলে ‘রাম নাম’ ঢোকানো হয়েছে। প্রতিবাদে রাতেই পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধরনায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে সহ অন্যান্য সাংসদরা।

বৃহস্পতিবার, মাঝরাতে রাজ্যসভায় ধ্বনি ভোটে বিল পাশ হয় ‘জি রাম জি’ বিল। তারপর ওয়াকআউট করে ধরনায় বসে পড়েন বিরোধী সাংসদরা। রাজ্যসভাতেও ‘জি রাম জি’ বিলের বিরোধিতা করে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, এছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন।

এদিন লোকসভা ‘দ্য বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), ভিবি-জি রাম জি বিল ২০২৫’-র পাশের পর জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং। বিরোধী সাংসদরা প্রতিবাদে সরব হন। বিলের কপি ছিড়ে বিক্ষোভ দেখান বিরোধী কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টির সাংসদরা। গান্ধীজির গ্রাম স্বরাজের ছবি হাতে তাঁরা নেমে আসেন ওয়ালে। ‘উই ওয়ান্ট নারেগা! রামজি বিল ওয়াপস লো! মোদী সরকার হায় হায়!’ স্লোগান ওঠে।

মঙ্গলবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের বিল পেশ করেন শিবরাজ সিং চৌহান। মনরেগা বা অর্থাৎ Mahatma Gandhi National Rural Employment Guarantee Act-র নাম বদল করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G করার প্রস্তাব দেওয়া হয় বিলে। প্রস্তাবিত বিলে এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এতে রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়ছে। আগে রাজ্যের চাহিদা অনুযায়ী, এই প্রকল্পে বরাদ্দ করা হত। এবার থেকে কেন্দ্র ঠিক করবে কোন রাজ্যে কত বরাদ্দ করা হবে। কাজের কোনও নিশ্চয়তা থাকছে না।

কেন্দ্রের প্রস্তাবিত নয়া বিল নিয়ে বুধবার আলোচনা শুরু হয় সংসদে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিতর্ক থামেনি। শাসক ও বিরোধী মিলিয়ে মোট ৯৮ জন এই বিল নিয়ে নিজেদের বক্তব্য রাখেন। বিতর্ক চলে মধ্যরাত পেরিয়ে। রাত ১টা ৩৫ মিনিটে অধিবেশন মূলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ।বৃহস্পতিবার জোরালো বিরোধিতার মধ্যে দুপুর লোকসভায় এবং মাঝরাতে রাজ্যসভায় বিলটি সবুজ সংকেত পায় কেন্দ্রের। আজ অধিবেশনের শেষ দিন, এখন দেখার আজ সংসদে শাসক-বিরোধী তরজা কোন পর্যায়ে পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ধরনায় বসে আসছেন তৃণমূল সাংসদেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen