India vs South Africa: সিরিজের শেষ ম্যাচ, আজ আহমেদাবাদে ফাইনাল

December 19, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: আজ ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজে হারের আশঙ্কা নেই ভারতের। দু’রকম ফলাফল হতে পারে। হয় ভারত জিতবে, নয় সিরিজ ড্র হবে। জিতেই সিরিজ শেষ করার লক্ষ্য ভারতের। অন্যদিকে, সিরিজ ড্র করতে আজ জিততে মরিয়া প্রোটিয়ারা। কুয়াশার কারণে লখনউয়ে ভেস্তে গিয়েছিল ম্যাচ। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা সূর্যকুমাররা এখন চিশ্চিন্ত। শুক্রবার আহমেদাবাদে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ই লক্ষ্য মেন ইন ব্লু’র। টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওডিআই-তে হারলেও টি-২০ সিরিজ ড্র করতে চান আইডেন মার্করামরা।

টি-২০ সিরিজ জিততে না-পারলে ফের সমালোচনার মুখে পড়বেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপের আগে ধরা পড়েছে একাধিক সমস্যা। সঞ্জু স্যামসনকে লোয়ার অর্ডারে পাঠিয়ে শুভমান গিলকে ওপেন করানোর সিদ্ধান্ত ফ্লপ। চতুর্থ টি-২০’র আগে গোড়ালিতে চোট পেয়েছেন গিল। শেষ ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। আজ, স্যামসনকে ওপেনিংয়ে ফেরানো হতে পারে।

সূর্যকুমার যাদবকে নিয়েও চিন্তা বাড়ছে। তিনি একেবারে ফর্মে নেই। শেষ ২০টি ম্যাচে কোনও অর্ধশতরান নেই। বিশ্বকাপের আগে চিন্তা বাড়ছে। ওপেনার অভিষেক শর্মা, মিডল অর্ডারে তিলক ভার্মা নিয়মিত রান করছেন। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে ছন্দে রয়েছেন। বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন বরুণ চক্রবর্তী। পেস বিভাগে হর্ষিত রানা এবং অর্শদীপ সিংও দুরন্ত। ব্যক্তিগত সমস্যার কারণে তৃতীয় টি-২০’তে খেলেননি বুমরাহ। তিনিও যোগ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার টি-২০ দলে ধারাবাহিকতার অভাব। কখনও প্রচুর রান করছে। আবার কখনও একশো রানের গণ্ডিও টপকাতে পারছে না। ব্যাটিংয়ে সমস্যা আছে। মিডল অর্ডারে পাওয়ার হিটারের অভাব। আজ খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen