LIVE IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্য রাখলো ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৫০: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে আজকের ম্যাচে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই ভারতের সামনে, তবে শেষটা জয়ে ট্রফি নিশ্চিত করাই এখন ‘মেন ইন ব্লু’-র লক্ষ্য।
আজকের ম্যাচে ভারতীয় একাদশে বড়সড় রদবদল আনা হয়েছে। মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে দল। চোটের কারণে ছিটকে গেছেন শুভমান গিল, তাঁর দুর্ভাগ্যেই অবশেষে কপাল খুলেছে সঞ্জু স্যামসনের। আজ একাদশে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে পেস অ্যাটাকে ঝাঁঝ বাড়াতে দলে ফিরলেন জশপ্রীত বুমরাহ। স্পিন বিভাগেও পরিবর্তন, কুলদীপ যাদবের জায়গায় আজ খেলবেন ওয়াশিংটন সুন্দর।
ম্যাচের শুরুতে টস ভাগ্য অবশ্য সঙ্গ দেয়নি ভারতের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, অর্থাৎ প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত।
দেখুন প্রতি মুহূর্তের লাইভ আপডেট
২২.১৫: শেষ ৮ ওভারে জয়ের জন্য ১০২ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার
২২.০৯: ১২তম ওভারের প্রথম বলে হার্দিকের শিকার ব্রেভিস
২২.০৪: ৬৫ রান করে বুমরাহের শিকার ডি-কক, দক্ষিণ আফ্রিকার স্কোর ১২০/২
২২.০৩: শেষ ১০ ওভারে জয়ের জন্য ১১৫ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার
২১.৫৫: ৯.১ ওভারে ১০০ র গন্ডি পার দক্ষিণ আফ্রিকার
২১.৪৮: ৩০ বলে অর্ধ-শতরান করলেন ডি-কক
২১.৪০: পার্টনারশিপ ভাঙলেন বরুণ, সপ্তম ওভারের তৃতীয় বলে ১৩ রান করে আউট হেন্ড্রিক্স
২১.৩৮: পাওয়ার-প্লে তে উইকেট না হারিয়ে ৬৭ রান দক্ষিণ আফ্রিকার
২১.২০: ঝোড়ো ব্যাটিং ডি-ককের, ৩ ওভারের শেষে ৪৩ রান দক্ষিণ আফ্রিকার
২১.০৭: ব্যাটে নামলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, বল হাতে সামনে অর্শদীপ
২০.৫১: ৭৩ রান করে রান আউট তিলক
২০.৪৮: ২৫ বলে ৬৩ রান করে আউট হার্দিক
২০.৩৮: ১৭.৪ ওভারে ২০০র গন্ডি পার ভারতের
২০.৩৪: ১৬ বলে ৫০ করলেন হার্দিক
২০.২৫: ৫০ রান করলেন তিলক বর্মা
২০.১৫: ১৩ ওভার শেষে ভারতের ১৩১/৩
২০.১০: ব্যাট হাতে আবার ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার, ৫ রান করে আউট তিনি।
১৯.৫৮: ১০ ওভার শেষে ভারতের স্কোর ১০১/২
১৯.৫২: দ্বিতীয় ধাক্কা ভারতের, কামব্যাক ম্যাচে ৩৭ রান করে সাজঘরে ফিরলেন স্যামসন
১৯.৫০: ৯ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/১
১৯.৩৩: প্রথম ধাক্কা ভারতের, ৩৪ রান করে আউট অভিষেক শর্মা
১৯.১৫: ৩ ওভার শেষে ভারতের স্কোর ২৭/০
১৯.০৫: ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬ রান