IND vs SA T20: বরুণের ঘূর্ণিতে কুপোকাত প্রোটিয়ারা, দাপটের সঙ্গে সিরিজ জয় ভারতের

December 19, 2025 | 2 min read
Published by: Raj
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩.০০: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের ব্যর্থতা এখন অতীত। ওডিআই সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের আধিপত্য বজায় রাখল টিম ইন্ডিয়া (Team India)। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদবের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। শুবমান গিলের চোটের কারণে ওপেনিংয়ে সুযোগ পান সঞ্জু স্যামসন। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন তিনি; ২২ বলে ৩৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন সঞ্জু। অন্য ওপেনার অভিষেক শর্মাও ২১ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস উপহার দেন।

তবে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদব (৫) দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও, চতুর্থ উইকেটে এই জুটি মাত্র ৪৪ বলে ১০৫ রান যোগ করেন। বিধ্বংসী মেজাজে থাকা হার্দিক মাত্র ১৬ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ২৫ বলে ৬৩ রান করেন। অন্যদিকে তিলক বর্মা ৪২ বলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তাঁদের ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩১ রানের বিশাল স্কোর খাড়া করে ভারত।

২৩২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন কুইন্টন ডি কক। তিনি ৩৫ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ওপেনিং জুটিতে রেজা হেনড্রিকসের সঙ্গে তিনি ৬৯ রান যোগ করলেও বাকি ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ডেওয়াল্ড ব্রেভিস ৩১ রান করলেও দক্ষিণ আফ্রিকার ইনিংসের মাঝপথে ধস নামান বরুণ চক্রবর্তী (Varun Chakraborty)।

পুরো সিরিজ জুড়েই ছন্দে থাকা বরুণ চক্রবর্তী এদিনও নিজের ভেলকি দেখান। গুরুত্বপূর্ণ সময়ে ৪টি উইকেট তুলে নিয়ে প্রোটিয়া মিডল অর্ডারকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেন তিনি। হার্দিক পান্ডিয়া ও বরুণ কিছু ওভারে রান দিলেও, উইকেট তুলে নিয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে রাখেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ রান দূরেই থমকে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen