মাঝরাতে অসমে মর্মান্তিক দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮ হাতির

December 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: অসমে গভীর রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক রেল দুর্ঘটনা। মাঝরাতের ঘন কুয়াশা আর সীমিত দৃশ্যমানতার মধ্যেই রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল অন্তত ৮টি হাতির। গুরুতর জখম হয়েছে একটি হাতির শাবক। যদিও স্বস্তির খবর, এই ঘটনায় কোনও যাত্রীর প্রাণহানি হয়নি। তবে দুর্ঘটনার জেরে পাঁচটি কামরা লাইনচ্যুত হওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সাইরং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি রাত ২টা ১৭ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। আশ্চর্যের বিষয়, ওই রেলপথটি সরকারি ভাবে ‘এলিফ্যান্ট করিডর’ হিসেবে চিহ্নিত নয়। হঠাৎ করেই লাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি হাতির পাল দেখতে পান লোকো পাইলট। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষা হলেও ট্রেনের গতি বেশি থাকায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

ধাক্কায় ঘটনাস্থল জুড়ে ছড়িয়ে পড়ে হাতিদের দেহাংশ। একই সঙ্গে একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্ঘটনা-ত্রাণ ট্রেন ও রেলকর্মীরা। শুরু হয় উদ্ধার ও পুনরুদ্ধার কাজ। দীর্ঘ সময় বন্ধ থাকে ওই রুটের ট্রেন চলাচল, যার প্রভাব পড়ে অসম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে।

ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের নিরাপদে অন্য কামরার খালি বার্থে স্থানান্তর করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটি পৌঁছনোর পর ট্রেনটিতে অতিরিক্ত কামরা যুক্ত করা হবে। প্রয়োজনীয় মেরামতি শেষে রাজধানী এক্সপ্রেস ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। এই দুর্ঘটনা ফের একবার বন্যপ্রাণ সুরক্ষা ও রেলপথে সতর্কতার প্রশ্ন তুলে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen