নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের

December 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০:  নদিয়ার তাহেরপুরে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। ইতিমধ্যে সভায় ভিড় বাড়তে শুরু করেছে। এর মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের। ঘটনায় আহত আরও দুই। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে বাস ভাড়া করে প্রায় ৪০ জন বিজেপি সমর্থক তাহেরপুরে আসেন। স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে তাঁদের মধ্যে পাঁচ জন বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন। ঠিক সেই সময় কৃষ্ণনগর-রানাঘাট শাখার লাইনে দ্রুতগতির একটি ট্রেন চলে আসে। ঘন কুয়াশার কারণে ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি ওই পাঁচ জন। আচমকাই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা।

দুর্ঘটনাটি ঘটে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে এদিন সকালের দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনা। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত চার জনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। দেহগুলি উদ্ধার করে কৃষ্ণনগর জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen