বাংলাদেশে ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে চরম বিশৃঙ্খলা, রাষ্ট্রসংঘের কড়া সতর্কতা ইউনুস সরকারের প্রতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: বাংলাদেশে এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘিরে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও অস্থিরতা। রাজধানী ঢাকা-সহ একাধিক এলাকায় হিংসাত্মক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একইসঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুই সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলও চিন্তিত।
এই অস্থিরতার মাঝেই চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস-এর উপর। রাষ্ট্রসংঘ স্পষ্ট ভাষায় জানিয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার দায় সরকারেরই। মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন—হিংসা ও প্রতিশোধের রাজনীতি আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ব্যাহত করতে পারে।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ইনকিলাব মঞ্চ-এর নেতা শরিফ ওসমান হাদি ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ এবং পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুই নতুন করে প্রশ্ন তুলে দিল—নির্বাচনের আগে কি আদৌ স্থিতিশীলতা ফিরবে বাংলাদেশে?