কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারল না মোদীর কপ্টার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ঘন কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারল না মোদীর কপ্টার। নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে নেমে তাহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার। দৃশ্যমানতা কম থাকার কারণে সেখানে পৌঁছেও তা নামতে পারেনি।
জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন তিনি। সেখানেই উচ্চপর্যায়ের একটি বৈঠক হচ্ছে বলে খবর। সড়কপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুর পৌঁছাবেন নাকি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন তা নিয়েই ওই বৈঠকে আলোচনা চলছে বলে খবর। অন্যদিকে সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে সভাস্থলে। সেখানে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা।
এদিকে নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে শনিবার সকাল থেকেই উত্তেজনার ছবি। সভাস্থলে পৌঁছোনোর আগেই বিশৃঙ্খলা শুরু হয়, অন্যদিকে সভায় যোগ দিতে যাওয়া বিজেপি নেতা-কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।