মোদীর সফরে ‘গো ব্যাক’ পোস্টার নদিয়ার বিভিন্ন এলাকায়

December 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৪: আজ শনিবার মতুয়াগড় নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। যদিও কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারেনি মোদীর কপ্টার। দমদম বিমানবন্দরের লাউঞ্জে বসে ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরে সভা করেন মোদী।
SIR আবহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যে একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে। যা নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি শাসকদল তৃণমূল। এই আবহেই মতুয়াগড় নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। তার আগেই চাকদহের পুমলিয়া ১২ নম্বর জাতীয় সড়কে পাশে ‘গো ব্যাক মোদী’ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। শুধু তাই নয়, মোদী ও কেন্দ্রীয় সরকার বিরোধী একাধিক পোস্টার টাঙানো হয়েছে। যদিও তা কে বা কারা দিল তা স্পষ্ট নয়। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে, সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতেই। শুধুমাত্র রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণেই ৪২ হাজার মতুয়ার নাম বাদ পড়ায় চাঞ্চল্য শুরু হয়েছে। ফের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে তাঁদের। আর এতেই মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে আশঙ্কার মেঘ বঙ্গ বিজেপির ঘরে। এর মধ্যেই এই পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু ‘গো ব্যাক স্লোগান’ নয়, বাদকুল্লাতেও এরকম মোদী বিরোধী একাধিক পোস্টার পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen