‘আগে বানান শিখুন, পরে রাজ্য চালাবেন’, মোদীর প্রচারপত্রে ভুল নিয়ে BJP-কে তোপ তৃণমূলের

December 20, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: ফের বিজেপির প্রচারসামগ্রীতে বানান ভুল নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস (TMC)। অতীতে বাংলা বিজ্ঞাপনে ভুল বানানের নজির থাকলেও, এবার খোদ প্রধানমন্ত্রীর প্রচারপত্রে শহরের নাম ভুল লেখা নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করল রাজ্যের শাসক দল।

শনিবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা একটি পোস্টে তৃণমূল কংগ্রেস বিজেপির জনসংযোগ কর্মসূচীকে বাস্তববিবর্জিত বলে দাবি করেছে। দলের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি (BJP) কোনও ভাষাতেই প্রাথমিক বিষয়গুলো ঠিক রাখতে পারছে না।

তৃণমূলের ওই পোস্টে বলা হয়েছে, “প্রথমে ওরা নিজেদের বিজ্ঞাপনে বাংলা বানান ভুল করেছিল। আর এখন খোদ প্রধানমন্ত্রীর প্রচারসামগ্রীতে ‘কৃষ্ণনগর’ (Krishnanagar) শহরের নামটাই ভুল লিখেছে।” এই ভুলের প্রসঙ্গ টেনেই বিজেপির প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির। তাদের কথায়, “যদি ওরা বাংলার ভাষাকে সম্মান দিতে না পারে এবং বাংলার ভূগোলের বানানটুকুও ঠিক করে লিখতে না পারে, তবে বাংলা কেন তাদের ওপর বিশ্বাস রেখে প্রশাসনের ভার তুলে দেবে?”

বিজেপিকে বিঁধতে গিয়ে তৃণমূল আরও বলেছে, এরা বাংলাতেও ভুল করে, আবার ইংরাজিতেও ভুল করে। একমাত্র যে কাজটা তারা সঠিকভাবে করতে পারে, তা হল ‘প্রোপাগান্ডা’ বা অপপ্রচার। উদাহরণ হিসেবে বলা হয়, ‘আশীর্বাদ/হ্রাস/পাশাপাশি/উপস্থিতি’ এই বানানগুলো সঠিক।

এদিনের টুইটের শেষে বিজেপির প্রতি তৃণমূলের শ্লেষাত্মক পরামর্শ, “রাজ্য চালানোর স্বপ্ন দেখার আগে, পরবর্তী পোস্টার ছাপানোর জন্য ওদের একজন বানান শিক্ষক (Spelling Tutor) নিয়োগ করা প্রয়োজন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen