‘গান্ধী’ হঠিয়ে ‘রামজি’ কেন্দ্রের, পালটা ‘মহাত্মা-শ্রী’ মমতার! ১০০ দিনের কাজের গ্যারান্টি দিল রাজ্য

December 20, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ১০০ দিনের কাজের প্রকল্পের নামবদল নিয়ে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত পৌঁছল চরমে। একদিকে লোকসভায় প্রবল হট্টগোলের মধ্যে কেন্দ্রীয় সরকার মনরেগা (MGNREGA) থেকে ‘মহাত্মা গান্ধী’র নাম মুছে ফেলার বিল পাশ করাল, অন্যদিকে তার কড়া জবাব দিয়ে রাজ্যের নিজস্ব ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে ‘মহাত্মা-শ্রী’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু নাম বদলই নয়, এই প্রকল্পের মাধ্যমে জব কার্ড হোল্ডারদের বছরে ১০০ দিন কাজের গ্যারান্টিও দিল রাজ্য সরকার।

লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ১০০ দিনের কাজের সংশোধনী বিল পেশ করেন। সেই বিলে ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ বা মনরেগার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা VB-G RAM-G। সংক্ষেপে যা ‘জি-রাম-জি’ নামেই উঠে আসছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধী শিবির।

কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ দেওয়া লজ্জার। ওরা যদি জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা দেব। নেতাজি থেকে গান্ধীজি-সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান জানাতে জানি।”

এবার কেন্দ্রের একতরফা নীতির বিপরীতে রাজ্যে হল ‘মহাত্মা-শ্রী’ প্রকল্পে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নাম বদলের সিদ্ধান্তে রাজ্যপাল সম্মতি দিয়েছেন এবং তা অবিলম্বে কার্যকর হচ্ছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে:
১. রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডার পরিবারকে একটি আর্থিক বছরে অন্তত ১০০ দিনের মজুরি ভিত্তিক কাজ (Wage Employment) প্রদান করা হবে।
২. রাজ্যের বিভিন্ন দপ্তরের অধীনে থাকা প্রকল্পগুলির মাধ্যমেই এই কাজের সুযোগ তৈরি করা হবে।
৩. নাম পরিবর্তন ছাড়া গত ৭ মার্চ ২০২৪-এ চালু হওয়া ‘কর্মশ্রী’ প্রকল্পের বাকি নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বেশ কিছুদিন ধরেই রাজ্যের নিজস্ব তহবিল থেকে ১০০ দিনের কাজের টাকা মেটাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। প্রশাসনিক মহলের মতে, এই পরিস্থিতিতে ‘মহাত্মা-শ্রী’র মাধ্যমে ১০০ দিনের কাজের (100 days of work) আইনি নিশ্চয়তা প্রদান রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen