কাঠমান্ডুতে লাল-হলুদ ঝড়, নেপালকে ৩-০ গোলে হারিয়ে SAFF চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মেয়েরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০:
ইস্টবেঙ্গল: ৩ (ফাজিলা ২, শিল্কি)
নেপাল এপিএফ ক্লাব: ০
দেশের নাম উজ্জ্বল করে বিদেশের মাটিতে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মহিলা দল। কাঠমান্ডুর হাড়হিম করা ঠান্ডাতেও যেন বসন্তের রং ছড়িয়ে দিলেন ফাজিলা, শিল্কিরা। প্রথম সংস্করণেই নেপাল এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে সাফ ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপের (SAFF Women’s Club Championship) খেতাব জিতে নিল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।
শনিবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদ ব্রিগেডের। গ্যালারিতে প্রতিপক্ষ দলের সমর্থক বেশি থাকলেও, তেরঙা হাতে ভারতীয় সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লিগ পর্বে এই নেপাল এপিএফ ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ড্র হলেও, ফাইনালে প্রতিপক্ষের নাড়ি-নক্ষত্র মেপেই ঘুঁটি সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। যার ফল মিলল হাতেনাতে।
ম্যাচের প্রথমার্ধেই চালকের আসনে বসে পড়ে ইস্টবেঙ্গল (East Bengal)। ২১ মিনিটে ডেডলক ভাঙেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তথা উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। এরপর আর মশাল গার্লসদের রোখা সম্ভব হয়নি। ৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে দুর্দান্ত গোল করে ব্যবধান ২-০ করেন শিল্কি দেবী। প্রথমার্ধ শেষ হয় এই স্কোনেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের আঘাত হানে লাল-হলুদ। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই দূরপাল্লার শটে স্কোরলাইন ৩-০ করেন ফাজিলা। এক্ষেত্রে অবশ্য প্রতিপক্ষ গোলকিপারের কিছুটা ভুল ছিল। এরপর ৫৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও হ্যাটট্রিকটি সম্পূর্ণ করতে ব্যর্থ হন ফাজিলা। নেপালের দলটি ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের জমাট রক্ষণের কাছে তাদের সমস্ত আক্রমণ প্রতিহত হয়।
এই জয়ের ফলে ভারতের প্রথম ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা- দুই বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জয়ের অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল। গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা। প্রতিযোগিতায় মোট ৯টি গোল করে ‘গোল্ডেন বুট’ জিতেছেন ফাজিলা ইকওয়াপুট।
উল্লেখযোগ্য যে, ফাইনালে পৌঁছানোর পথে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড (৪-০), পাকিস্তানের করাচি সিটি (২-০) এবং বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে (৭-০) পর্যুদস্ত করেছিল লাল-হলুদ। ফাইনালে নেপালবধ করে ষোলকলা পূর্ণ করলেন সুলঞ্জনা, জ্যোতি, ফাজিলারা।