মতুয়ারা শুধুই দাবার বোড়ে! CAA ও নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩৮: মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব এবং সিএএ (CAA) ইস্যু নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। X (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে রাজ্যের শাসক দল দাবি করেছে, বিজেপি (BJP) নেতারা এখন নিজেরাই প্রকাশ্যে স্বীকার করছেন যে মতুয়া ভাই-বোনদের নাগরিকত্ব বিপদের মুখে।
তৃণমূলের অভিযোগ, ২০১৯ সাল থেকে বিজেপি নাগরিকত্ব ইস্যুটিকে একটি ‘রাজনৈতিক টোপ’ হিসেবে ব্যবহার করে মতুয়া সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। ঘাসফুল শিবিরের দাবি, সংসদে ঢাকঢোল পিটিয়ে সিএএ (CAA) পাস করা হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ইচ্ছাকৃতভাবে এর বিধি বা রুলস তৈরি করা হয়নি। ২০২৪ সালের নির্বাচনের ঠিক আগে মার্চ মাসে তড়িঘড়ি এই বিধি বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূলের (TMC) মতে, বিজেপি ভেবেছিল নির্বাচনের আগে ফের আবেগের ‘ব্ল্যাকমেল’ করে সম্প্রদায়ের মানুষকে নিজেদের দিকে টানবে।
পোস্টে আরও বিস্ফোরক অভিযোগ করা হয়েছে যে, নির্বাচন কমিশনকে ‘ইচ্ছুক সহযোগী’ বানিয়ে বাংলায় ‘এসআইআর’ (SIR) বা পদ্ধতিগতভাবে শরণার্থীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছে গেরুয়া শিবির (BJP)। তৃণমূলের দাবি, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ‘শনাক্তকরণ, নাম বাদ দেওয়া এবং বিতাড়ন’ (detect, delete, and deport)-এর কথা ঘোষণা করেন, তখনই বিজেপির আসল মুখোশ সম্পূর্ণ খুলে যায়।
তৃণমূল কংগ্রেস আরও অভিযোগ করেছে, একদিকে বিজেপি নেতারা ভুয়ো সিএএ ক্যাম্প চালিয়ে নাগরিকত্ব শংসাপত্রের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন, অন্যদিকে সেই দলই এখন দাবি করছে যে নাগরিকত্ব একটি ‘জটিল বিষয়’ এবং এটি প্রদান করতে সময় লাগবে। এই দ্বিচারিতার তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসক দল।
তৃণমূলের স্পষ্ট বক্তব্য, বিজেপি মতুয়া সম্প্রদায়ের জীবন, মর্যাদা এবং আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছেলেখেলা করছে। তাদের অভিযোগ, মতুয়াদের কেবল নির্বাচনী ঘুঁটি এবং নিষ্ঠুর রাজনৈতিক খেলার ‘দাবার বোড়ে’ হিসেবে ব্যবহার করছে বিজেপি।
.@BJP4India leaders are now openly admitting that the citizenship of our Matua brothers and sisters is under threat.
Since 2019, BJP has weaponised citizenship as a political bait to deceive the Matua community. They passed the CAA with drumrolls but deliberately sat on the… pic.twitter.com/6xLkwyDc2e
— All India Trinamool Congress (@AITCofficial) December 20, 2025