গম্ভীর-সূর্য সম্মতিতেই কি শুভমন ছাঁটাই? বোর্ড সূত্রে চাঞ্চল্যকর দাবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৫০: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে একটাই নাম—শুভমন গিল। শনিবার আনুষ্ঠানিক ভাবে ১৫ সদস্যের দল প্রকাশ হতেই স্পষ্ট হয়ে যায়, বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ভারতের টেস্ট ও এক দিনের অধিনায়ককে। এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, ক্ষোভ এবং বিতর্ক—সবই এখন তুঙ্গে।
বোর্ড সূত্রে খবর, দল ঘোষণার আগেই ঠিক হয়ে গিয়েছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেন না Shubman Gill। প্রত্যক্ষ ভাবে নয়, কিন্তু এই সিদ্ধান্তে সম্মতি ছিল কোচ Gautam Gambhir এবং অধিনায়ক Suryakumar Yadav—এমনটাই দাবি বিভিন্ন মহলের। অভিযোগ উঠেছে, সূর্যকুমারকে রক্ষা করতেই ছেঁটে ফেলা হয়েছে শুভমনকে।
সবচেয়ে বিতর্কের জায়গা, সিদ্ধান্তের আগে শুভমনের সঙ্গে কোনও বিস্তারিত আলোচনা হয়নি। প্রধান নির্বাচক Ajit Agarkar, কোচ বা অধিনায়ক—কারও তরফেই আগাম ব্যাখ্যা দেওয়া হয়নি বলে খবর। শনিবার নির্বাচনী বৈঠকের কিছুক্ষণ আগেই ফোনে জানানো হয় বাদ পড়ার বিষয়টি। বোর্ডের বক্তব্য, “দলের কম্বিনেশনই ছিল একমাত্র কারণ।”
এ দিকে অনুশীলনে গোড়ালির চোট পাওয়া, সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া এবং প্রথম একাদশের ভারসাম্য—সব মিলিয়ে শুভমন বাদ পড়ার নেপথ্যে একাধিক ব্যাখ্যা ঘুরছে। যদিও সূত্রের দাবি, চোট গুরুতর ছিল না এবং শুভমন খেলার মতো অবস্থাতেই ছিলেন।
এক প্রাক্তন নির্বাচকের মতে, বিশ্বকাপের ঠিক আগে এমন সিদ্ধান্ত নির্বাচক কমিটির দিশা বদলের ইঙ্গিত। অন্য দিকে সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সামনে নিউ জিল্যান্ড সিরিজ়ে ব্যর্থ হলে তাঁর জায়গাও যে অনিশ্চিত, তা মানছেন অনেকেই।
শেষ পর্যন্ত শুভমন বাদ পড়লেও বার্তা একটাই—দলের কম্বিনেশন বনাম ব্যক্তিগত পারফরম্যান্সের দ্বন্দ্বে আপাতত হেরে গেলেন ভারতের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার। তবে ক্রিকেটে প্রত্যাবর্তনের গল্প নতুন নয়। সময়ই বলবে, এই অধ্যায়ের পরবর্তী পরিণতি কী।