দু’মাসের শুষ্কতার পরে অবশেষে কাশ্মীর ঢাকলো বরফের চাদরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: শীতের আগমনে কাশ্মীরে অবশেষে মুখরোচক পরিবর্তন। দীর্ঘ দিনের শুষ্ক আবহাওয়ার পরে শনিবার রাতে কাশ্মীর উপত্যকা হাওয়ায় প্রথম তুষারপাত নেমেছে। গুরেজ, ওয়ারওয়ান, সিন্থান টপ, রাজদান পাস, জোজিলা, সোনমার্গসহ অনেক উচ্চ পার্বত্য এলাকায় বর্ফের চাদর বুনেছে। ড্রাস ও কার্গিলের কিছু অঞ্চলেও তুষারপাতের নতুন রেকর্ড দেখা গেছে। এই তুষারপাত দীর্ঘদিন ধরে শুষ্ক ও হিমশীতল পরিবেশে ভুগছিল এমন এলাকার মানুষের জন্য স্বস্তি এনেছে।
প্রায় দু’মাস ধরে নদী, ঝরনা ও পাহাড়ি জলধারার জলস্তর নেমে গিয়ে জলসংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের উচ্চাঞ্চলে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২২ ডিসেম্বর পর্যন্ত এমন আবহাওয়া চলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই তুষারপাত শুষ্ক ঠান্ডা কমাবে, হিমবাহ ও ঝর্ণাগুলিকে নতুন প্রাণ দেবে এবং শীতকালীন পর্যটনও বাড়াবে।
উপত্যকার প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, তুষারপাত ভোগান্তি আনলেও এটি দূষণ কমাবে, শীতকালীন পর্যটনের সূচনা করবে এবং প্রশাসনের কার্যকারিতা মূলত রাস্তা পরিষ্কার, বিদ্যুৎ সরবরাহ ও পানীয় জলের জোগানের ওপর নির্ভর করবে। দুর্গম এলাকায় অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে, শ্রীনগরের জল জমার জায়গায় পাম্প বসানো হবে।