The Ashes 2025-26: তিন ম্যাচেই অ্যাশেজ জয় অজিদের, উত্তেজনা হারাল Boxing Day Test

December 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৫: Boxing Day Test-র আর কোনও উত্তেজনাই রইল না। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরি‌জের প্রথম তিনটি টেস্টই হেরে গেল ইংল্যান্ড। অন্যদিকে, তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল অজিরা।
রবিবার, সিরিজের তৃতীয় টেস্ট ৮২ রানে জিতলেন প্যাট কামিন্সরা। অ্যাডিলেডে পঞ্চম দিনে ৪৩৫ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৫২ রানে।

স্টোকসরা আগেই দুটো টেস্টে হেরে গিয়েছিলেন। অ্যাডিলেডে ইংল্যান্ডের হার বাঁচানোর আশায় জল ঢেলে দিলেন মিচেল স্টার্ক। সকাল সকাল ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে দু’টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ সিরিজ জিতে নিলেন কামিন্সরা। সিরিজের প্রথম টেস্ট হয়েছিল পার্থে, মাত্র দু’দিনেই জিতেছিল অজিরা। ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শেষ হয়েছিল চার দিনে। অ্যাডিলেডের তৃতীয় টেস্ট পাঁচ দিন অবধি গড়াল। পঁচিশ দিনের লড়াই দু’টেস্ট বাকি থাকতেই মাত্র ১১ দিনে শেষ করল অস্ট্রেলিয়া।

শনিবার ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। বাইশ গজে ছিলেন জেমি স্মিথ এবং উইল জ্যাকস। ৬০ রান করে স্মিথ আউট হয়ে যান। তাঁকে ফেরান মিচেল স্টার্ক। জ্যাকসকেও ফিরিয়ে দেন স্টার্ক। কার্স শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত থাকেন। কিন্তু সঙ্গ দেওয়ার মতো কাউকে পেলেন না তিনি। আর্চারের উইকেট নেন স্টার্ক। নাথান লায়ন, কামিন্স, স্টার্ক তিনটি করে উইকেট নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen