নিয়োগপত্র বিতরণের মঞ্চে হিজাব টেনে খুলে দেন নীতীশ, চাকরিতে যোগই দিলেন না মহিলা চিকিৎসক

December 21, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৩: সাম্প্রতিক সময়ে মঞ্চে উঠে বার বার অসংলগ্ন আচরণ করে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (CM Nitish Kumar)। সদ্যই নিয়োগপত্র বিলির অনুষ্ঠানে এক মহিলা চিকিৎসকের হিজাব টেনে খুলে দেন নীতীশ। যে মহিলা চিকিৎসকের হিজাব খুলে দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী, তিনি কাজে যোগ দেননি বলেই জানা যাচ্ছে। শনিবারই ছিল তাঁর চাকরিতে যোগদানের শেষ দিন। কিন্তু ওই মহিলা চিকিৎসক যাননি।

গত ১৫ ডিসেম্বর বিহারের মুখ্যমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র নিতে মঞ্চে উঠেছিলেন এক মহিলা চিকিৎসক। তিনি হিজাব পরে থাকায় বিরক্ত হন নীতীশ। টান মেরে হিজাব খুলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এমন আচরণকে কেন্দ্র করে চাঞ্চল্য পড়ে যায়।
সরব হন বিরোধীরা। যদিও বিজেপি নেতারা নীতীশকে সমর্থন করেন।

জানা যাচ্ছে, যে চিকিৎসকের সঙ্গে নীতীশ এমন আচরণ করেছিলেন, তিনি কাজে যোগ দেননি। শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে পটনা সদরের সবলপুর কমিউনিটি হেলথ সেন্টারে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁর দেখা মেলেনি।
ঝাড়খণ্ড সরকার ওই মহিলা চিকিৎসককে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিন্দা করে জানিয়েছেন, ওই মহিলা চিকিৎসক চাইলে তাঁর রাজ্যের সরকারি হাসপাতালে যোগদান করতে পারেন। তিনি বলেন, ‘‘ঝাড়খণ্ডে উনি মাসিক ৩ লক্ষ টাকা বেতন পাবেন। সরকারি কোয়ার্টারও দেওয়া হবে।’’ ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি প্রথমে একজন ডাক্তার, তার পর মন্ত্রী। ওই মহিলা ডাক্তারের সঙ্গে যা ঘটেছে, তা সমগ্র চিকিৎসক মহলকে আঘাত করেছে। শুধু তাই নয়, গোটা দেশে ভুল বার্তা যাচ্ছে। তাই তিনি মহিলা চিকিৎসককে চাকরির জন্য আহ্বান জানিয়েছেন।

তবে নীতীশের এহেন আচরণের বিরুদ্ধে সুর চড়িয়েছে আরজেডি এবং কংগ্রেস। কড়া সমালোচনা করেছে গোটা বিরোধী শিবির। বিহারের মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা নিয়েও উঠছে প্রশ্ন। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নীতীশের আচরণের বিরুদ্ধে সরব হয়েছে। অন্য দিকে, জেডিইউ সাফাই, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তাঁদের দাবি, সে দিন মুখ্যমন্ত্রী পিতৃস্নেহের বশে এমন করেছেন। অহেতুক বিতর্ক করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen