সোমে নেতাজি ইনডোরে BLA-দের সঙ্গে বৈঠক মমতার, কী বার্তা দেবেন নেত্রী?

December 21, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৮: SIR-র খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। কিন্তু একাধিক অভিযোগ উঠছে, জীবিতদের মৃত ও নিখোঁজ দেখানো হয়েছে। এখনও শুনানি পর্ব শুরু হয়নি। এই আবহে সপ্তাহের প্রথম দিন সোমবার, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের BLA-দের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করতে চলেছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খসড়া তালিকা প্রকাশের পর নিজের কেন্দ্র ভবানীপুরের বিভিন্ন বুথের তৃণমূলের বুথ এজেন্টদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। এবার আরও বেশি কিছু বিধানসভার দলীয় বুথ এজেন্টদের ডাকলেন তিনি।

সূত্রের খবর, সোমবার দুপুরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা ও সংলগ্ন জেলার বাছাই করা বিধানসভার নানা বুথের তৃণমূলের BLA-দের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বাছাই করা কিছু বিধানসভা কেন্দ্রের BLA-দের ডাকা হয়েছে বৈঠকে। SIR-র পরবর্তী পর্যায়ে দলের ভূমিকা কী হবে, সম্ভবত তা-ই হতে চলেছে বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। এমনই মত রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারা রাজ্যে প্রায় সাড়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ভোটার বাদ যাওয়ার নজির গড়েছে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৪ হাজার নাম বাদ গিয়েছে। গত সপ্তাহে ভবানীপুরের BLA-দের নিয়ে কালীঘাটের বাসভবনে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, BLA-দের নিয়ে আরও বড় পরিসরে আলোচনা হবে। রাজনৈতিক মহলের মতে, সোমবারের সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। দেশের শাসকদল বিজেপিকেও নিশানায় করতে পারেন তিনি। দলীয় কর্মী, বুথ এজেন্টদেরও বার্তা দিতে পারেন মমতা। তৃণমূল সুপ্রিমো কী নির্দেশ দেন, কোনও বার্তা উঠে আসে, সেদিকে চোখ থাকবে রাজ্য রাজনীতির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen