দেহে ৮০টি আঘাতের চিহ্ন! বাংলাদেশি সন্দেহে বাম শাসিত কেরলে ‘গণপিটুনি’তে খুন ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩৫: কাজের খোঁজে কেরল গিয়ে আর বেঁচে ফেরা হল না। ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল বাম শাসিত কেরলে। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে ৩১ বছরের রামনারায়ণ বাঘেলকে ‘গণপিটুনি’তে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা ছিলেন রামনারায়ণ। ১৭ ডিসেম্বর পালাক্কড় জেলার আট্টাপাল্লাম অঞ্চলে তাঁকে পটিয়ে খুন করা হয়েছে। নৃশংস হত্যার ভিডিও সমাজ মাধ্যমেও ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ‘তুই বাংলাদেশি’ বলে ছত্তিশগড়ের যুবককে লাথ-ঘুসি-চড় মারা হচ্ছে। এরপর মৃতপ্রায় রামনারায়ণকে জিজ্ঞেস করা হয়, ‘কোন ভাষায় কথা বলিস?’ সে কথা বলার অবস্থায় ছিল না। নারকীয় অত্যাচার চলতে থাকে। এক সময় মৃত্যু হয় রামনারায়ণের।
দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত যুবকের শরীরে ৮০টি আঘাতের চিহ্ন মিলেছে। মাথায় প্রাণঘাতী আঘাত করা হয়েছে। পেটে, বুকে এবং পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল। বিভিন্ন অঙ্গে রক্তপাতে মৃত্যু হয়েছে রামনারায়ণের। কেরল পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের পরদিন পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত যুবকের দুই সন্তান রয়েছে রামনারায়ণের। শোকের আঁধারে ডুবে গিয়েছে তাঁদের পরিবার।