BLA-দের নিয়ে মমতার বৈঠক, বাংলাদেশের পরিস্থিতি, SIR-র শুনানি পর্ব, আজ নজর কোন কোন খবরে?
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৩: BLA-দের সঙ্গে বৈঠকে মমতা
আজ, নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের BLA-দের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।
বাংলাদেশের পরিস্থিতি
হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। রবিবার বিবৃতি দিয়ে, দীপুচন্দ্র দাসের হত্যার বিচারের দাবি তুলেছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ। ওপার বাংলার পরিস্থিতির দিকে নজর থাকবে।
খসড়া ভোটার তালিকা পরবর্তী পরিস্থিতি
বাংলায় প্রথম পর্বের কাজের পর খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে কমিশন। এখন শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। সন্দেহভাজন ভোটারদের শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন।
হুমায়ুনের দল ঘোষণা
আজ, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর নিজের নতুন দলের নাম ঘোষমা করবেন। তৃণমূল থেকে নিলম্বিত হয়েছেন হুমায়ুন। নতুন দল গড়ে তৃণমূলকে হারানোর ডাক দিয়েছেন তিনি। আজ বেলডাঙার অদূরে সভা করছেন তিনি।